স্পোর্টস ডেস্ক : খুব ঝুঁকিতে পড়ে গেল কাতালান ক্লাব বার্সেলোনা। অর্থনৈতিক সংকটের মধ্যেও অনেক ফুটবলার কিনেছিল দলের চেহারা ফেরাতে। সেই দলের আজ বিদায়ঘণ্টা বেজে যেতে পারে চ্যাম্পিয়নস লিগে! অন্য ম্যাচে ইন্টার মিলান জিতলেই বার্সার বিদায়, এটা জেনেই তাদের খেলতে নামতে হবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে! ‘সি’ গ্রুপে চার ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষ দল বায়ার্ন মিউনিখ নক আউটে পৌঁছে গেছে এরই মধ্যে। ৭ পয়েন্ট নিয়ে তাদের পরে আছে ইন্টার মিলান, যারা নিজেদের মাঠে আজ রাত পৌনে ১১টায় মুখোমুখি হবে পয়েন্টহীন ভিক্টোরিয়া প্লজেনের সঙ্গে।
এই ম্যাচ শেষ হওয়ার পর রাত ১টায় ন্যু ক্যাম্পে ৪ পয়েন্ট পাওয়া বার্সেলোনা নামবে বায়ার্নের বিপক্ষে। কিন্তু চেক প্রজাতন্ত্রের ভিক্টোরিয়া প্লজেন খুবই সাদামাটা দল, তাদের বিপক্ষে জিতলেই ১০ পয়েন্ট নিয়ে ইন্টার মিলানের নক আউটে খেলা নিশ্চিত হয়ে যাবে। তখন বায়ার্নকে হারিয়ে বার্সা যদি শেষ রাউন্ডের ম্যাচটি জেতেও, কোনো লাভ হবে না। তাতে কাতালানদেরও ১০ পয়েন্ট হবে, কিন্তু ইন্টারের কাছে আগে হারায় হেড টু হেডে বাদ পড়ে যাবে। কেবল ইন্টার-ভিক্টোরিয়ার ম্যাচ ড্র কিংবা ইন্টার হারলেই টিকে থাকে কাতালানদের সম্ভাবনা।
ও রকম বড় অঘটন ঘটলেই বার্সেলোনার হাতে আসবে চ্যাম্পিয়নস লিগের অঙ্ক। আগে বাজে খেলে তারা নিজেদের ভাগ্য তুলে দিয়েছে অন্যের হাতে। চার ম্যাচ খেলে জিতেছে মাত্র একটি, দুটি হারের পাশাপাশি একটি ড্র করেছে। অথচ অর্থনৈতিক সংকটের মধ্যেও তারা দলের চেহারা ফেরানোর চেষ্টা করেছে। সংকট সামাল দিতে বার্সা টিভি স্বত্বের ২৫ শতাংশ এক আমেরিকান কম্পানির কাছে বিক্রি করে সংগ্রহ করেছে ৬৬৫ মিলিয়ন ইউরো। বিক্রি করেছে বার্সা স্টুডিওর ২৪.৫ শতাংশ শেয়ার, বিনিময়ে পেয়েছে ২০০ মিলিয়ন ইউরো।
এই টাকা দিয়ে লোভানদোস্কি, কুন্দে, রাফিনাহসহ আরো ফুটবলার নিয়েছে। তারা লা লিগায়ও নিজেদের শীর্ষে তুলে নিতে পারেনি। কিছুদিন আগে এল ক্লাসিকো হেরে বার্সেলোনা এখন চ্যাম্পিয়নস লিগে খাদের কিনারায়। পেদ্রির কাছে সমীকরণটা খুব হতাশার, ‘এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে এটা আশা করিনি আমরা। তবে যেভাবে হয়েছে, সেটা খুব লজ্জার। এখন আমাদের হাতে কিছু নেই। ইন্টার-ভিক্টোরিয়ার ম্যাচের দিকে আশা নিয়ে তাকিয়ে আছি। ’
কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৪