মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীর শিবপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৪ কেজি গাঁজাসহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে নরসিংদী জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোবারক হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শিবপুর থানাধীন শাষপুর (ইটাখোলা) এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কের ওপর অবস্থিত মেসার্স শরীফ সিএনজি রি-ফুয়েলিং স্টেশন অ্যান্ড কনভার্সন পাম্পের সামনে চেকপোস্ট পরিচালনা করেন।
এ সময় সন্দেহভাজন একটি সিএনজি তল্লাশি করে পাকা রাস্তার ওপর থেকে ১৪ (চৌদ্দ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে চারজনকে হাতেনাতে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—মো. ইমতিয়াজ আহমেদ রাজন (২৪), পিতা মৃত মিজাম উদ্দিন; পাভেল মিয়া (২৫), পিতা মো. শুক্কুর মিয়া; মো. জীবন মিয়া (২৪), পিতা আমির হোসেন—তিনজনই শ্রীনগর, থানা ভৈরব, জেলা কিশোরগঞ্জের বাসিন্দা।
অপর আটক মনোয়ারা বেগম (৩৫), পিতা আব্দুর রহমান, স্বামী কাউসার খান; তিনি গজারিয়া উপজেলার গোয়ালগাঁও গ্রামের বাসিন্দা এবং বর্তমানে জয়দেবপুর থানার উনিশে টাওয়ার এলাকার হারুনের টিনসেট বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা বিক্রির উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। এ ঘটনায় শিবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিদের আদালতে পাঠানো হবে।
কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২৫,/রাত ১১:০০