নওগাঁ প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনে আমার বাংলাদেশ পার্টির(এবি পার্টি) মনোনীত প্রার্থী এ্যাড. আতিকুর রহমান আতিক তার মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। বুধবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে আমার বাংলাদেশ পার্টির(এবি পার্টি) মনোনীত প্রার্থী নিজেই মনোনয়ন ফরমটি উত্তোলন করেন। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের পক্ষে মনোনয়ন ফরম প্রদান করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার।
এসময় উপস্থিত ছিলেন, এবি প্রার্টির নওগাঁ সদর উপজেলার সদস্য সচিব মো. সুমন আলী, প্রচার ও দপ্তার সম্পাদক মো. শাহিনুর আলম, সদস্য রেজাউল হক, গোলাম রাব্বানী,ডা. মোছা: হেলেনা আক্তার প্রমূখ। এসময় আমরা রাষ্ট্র সংস্কারের লক্ষে নওগাঁ-৫ (সদর) আসনটিতে প্রার্থীকে বিজয়ী করার লক্ষে নেতাকর্মীসহ সকলের কাছে দোয়া সমর্থন প্রত্যাশা করেন এমপি মনোনীত প্রার্থী।
সজিব হোসেন