এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছার হাকিমপুর বাজারে বাংলাদেশ সোনালী ব্যাংক লিঃ এর এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়েছে। বৃধবার ১২ অক্টোবর দুপুরে এ উপলক্ষ্যে হাকিমপুর বাজারে উদ্বোধনী অনুষ্ঠান করা হয়। এতে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক লিমিটেড, চৌগাছা শাখার ব্যবস্থাপক ফারুকুজ্জামান।সোনালী ব্যাংক কর্মকর্তা মোতাছিম বিল্লাহর পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর নর্থ এর ডেপুটি জেনারেল ম্যানেজার দিব্যেন্দু দাস।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসান, সোনালী ব্যাংক যশোর শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মোস্তাফিজুর রহমান, সহকারী জেনারেল ম্যানেজার আজিজুল ইসলাম, সালাহউদ্দীন আহমেদ, হাকিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের, প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, হাকিমপুর সোনালী এজেন্ট ব্যাংকিং এর সত্ত্বাধিকারী মামুনুর রহমান খান প্রমুখ।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর নিজ হাতে নামকরণ করা এই প্রতিষ্ঠান শুধু মাত্র ব্যবসায়িক লক্ষ্যেই গড়ে উঠেনি। দেশের সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংকের মূল ভিত্তি হল জনগণের আস্থা ও বিশ্বাস। সোনালী ব্যাংক জন্মলগ্ন থেকে গ্রাহকের অর্থের নিরাপত্তা ও সুরক্ষিত রাখতে কাজ করে যাচ্ছে। এ প্রতিষ্ঠানটি দেশ ও জাতির সেবায় বিনা লাভে প্রায় ৩৬টি সরকারী সেবা মূলক কাজ করে যাচ্ছে। সোনালী ব্যাংক আর্থ সামাজিক উন্নয়নসহ দেশের অর্থনৈতিক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৮