এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছার সিংহঝুলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান মিন্টুর নবম মৃত্যবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এর উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ এর সভাপিত জিয়াউর রহমান রিন্টু। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলাপরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান।
বিশেষ অতিথির বক্তৃতা করেন চৌগাছা পৌরসভার মেয়রনুর উদ্দিন আল মামুন হিমেল। ছাত্রলীগ নেতা এইচ এম ফিরোজের পরিচালনায় অনুষ্ঠানে আলোচনা করেন যুবলীগ নেতা মমিনুর রহমান, সিংহঝুলি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ মিল্লক, চৌগাছা ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম, শফিউর রহমান রাতিক, বকুল হোসেন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন জিল্লুর রহমান মিন্টুকে হত্যা করে সন্ত্রাসীরা একজন সম্ভাবনাময় জাতীয় নেতাকে হত্যা করেছে। তিনি এ হত্যাকান্ডের দ্রুত বিচার দাবী করেন।
উল্লেখ্য ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর দিন দুপুরে প্রকাশ্য দিবালোকে সিংহঝুলি শহীদ মসিয়ূর রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠে গুলি করে সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান মিন্টুকে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যা মামলাটি যশোর আদালতে বিচারাধীন। তিনি ১৯৯৪-২০০২ পর্যন্ত যশোর জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান মিন্টু চৌগাছা উপজেলা পরিষদের প্রথম দুইবার নির্বাচিত চেয়ারম্যান উপজেলার পিতম্বরপুর গ্রামের আতিউর রহমানের ছেলে।
সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান মিন্টুর ছোট ভাই চৌগাছা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউর রহমান রিন্টু জানান, স্মরণসভা ছাড়াও বিভিন্ন মসজিদে শহীদ জিল্লুর রহমান মিন্টুর জন্য মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩০