খুজিস্তা নূর ই নাহরীন এর ফেসবুক পোস্ট
————————————————————
এটা রূপনা চাকমাদের বাড়ি।
রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ির ভূঁইয়াদম এলাকায় সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের সেরা গোলকিপার রূপনা চাকমার বাড়ি।এ বাড়ির চেহারাই বলে দিচ্ছে কতোটা প্রান্তিক পর্যায় থেকে সে উঠে এসেছে। বাবাকে দেখেনি। মা,দুই ভাই জুমচাষী।কিন্তু তার সাফল্য এত বিশাল আকাশ ছোঁয়া ছিল যে তা জেলা প্রশাসকের মত হোয়াইট কলার এবং ডাকসাইটে আমলাকেও তাদের পর্ণকুটিরে টেনে নিয়ে গেছে।
গ্রেট! আজ রূপনার কারণে দুর্গম পাহাড়ি পথে ওদের বাড়ি যাওয়ার নড়বড়ে সেতুটির জায়গায় একটা পাকা সেতু হবে।ওদের ইট সিমেন্টের একটা নতুন বাড়ি হবে। রূপনাকে ফুটবল টানত,মেয়ে বন্ধু ছিল না,পাহাড়ি ছেলেদের সাথে টমবয় হয়ে খেলত ফুটবল।আর আজ তা তাকে কেবল বাংলাদেশে নয়,সার্কভূক্ত সবগুলো দেশে তারকাখ্যাতি দিয়েছে।ব্রাভো…!!!
রাঙামাটির পাহাড়ে থাকি,তাই পাহাড়ের যে কোন সাফল্য,যে কোন অর্জন আমাকেও আপ্লুত করে। রুপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমাদের পথ ধরে পাহাড় থেকে উঠে আসুক আরো দুর্দান্ত সব ক্রীড়া তারকা।
লেখিকাঃ খুজিস্তা নূর ই নাহরীন নিয়মিত লেখালেখি করেন। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তাঁর লেখা ঝড় তুলে। পূর্বপশ্চিমবিডিনিউজ এর সাবেক সম্পাদিকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী খুজিস্তা নূর ই নাহরীন বর্তমানে মডার্ন সিকিউরিটিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক। তাঁর টাইমলাইন থেকে পোস্টটি সংগৃহিত।
কিউএনবি/বিপুল /২২.০৯.২০২২/ রাত ১০.৩৫