অনুভূতি
———–
এখন চলছে জীবনের অবেলা সময়
কেউ এসে হাতটি ধরুক
পাড়ি দিতে চাই গভীর সমুদ্রতল।।
কেউ কি আছে এই বিশ্ব সংসারে?
কেউ এসে হাতটি ধরুক
সিঞ্চনে মুক্ত কুঁড়োতে চাই।।
কোথাও কি সেই হাত আছে?
কেউ এসে হাতটি ধরুক
পাশে বসে বলুক,আমি এসে গেছি..
আমি এসে গেছি
এই হাতে-হাত অনন্তকাল পাশে আছি
সময়ে দুঃসময়ে -স্বস্থির জীবনদানে।।।
আমি এসে গেছি
তোমায় নিয়ে পাড়ি দেবো নভোমন্ডল
তারকার ঐশ্বর্য ছুঁয়ে ছুঁয়ে ঘুরে বেড়াবো।।
কেউ কি তেমন আছে?
কেউ এসে হাতটি ধরুক
আমি পৃথিবীর অনন্তপথ তাঁকে নিয়েই ঘুরে বেড়াবো।।
লেখিকাঃ হুসনা শেলী নিয়মিত লেখালেখি করেন। কাব্য চর্চা করেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর লেখা বিশেষ আবেদন সৃষ্টি করে। এই কবিতাটি তাঁর ফেসবুক টাইমলাইন থেকে নেয়া হয়েছে।
কিউএনবি/বিপুল /২২.০৯.২০২২/ রাত ১০.১৫