বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক রাজীব নূরসহ কয়েকজন সাংবাদিকের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুব মৈত্রী। এ সময় হামলাকারি সকলকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের পাশাপাশি রামনাথ বিশ্বাসের বাড়ি দখলমুক্ত করার দাবি তোলা হয়।
সাইকেলে বিশ^ভ্রমণকারি ও ভ্রমণকাহিনী লেখক হবিগঞ্জের বানিয়াচংয়ের বাসিন্দা রামনাথ বিশ্বাসের বাড়ি দখলের খবর সংগ্রহ করতে গিয়ে হামলায় বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকম এর অ্যাসাইনমেন্ট এডিটরসহ স্থানীয় একাধিক সাংবাদিক আহত হন। এ ঘটনায় মামলায় হলে পুলিশ একজনকে গ্রেপ্তার করে। শনিবার বেলা ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে থেকে যুব মৈত্রীর মিছিল বের হয়।
পরে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে যুবমৈত্রীর আহবায়ক অ্যাডভোকেট মো. নাসির মিয়ার পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক অ্যাডভোকেট আবদুন নূর, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক কাজী মাসুদ আহমেদ, অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের সদস্য ওয়াহেদ শামীম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মো. শাহাদাৎ হোসেন, যুব মৈত্রীর সদস্য সচিব ফরহাদুল ইসলাম পারভেজ, ছাত্রমৈত্রীর আহবায়ক ফাহিম মুনতাসির প্রমুখ।
কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৪