বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭০ বোতল স্কফ সিরাপ সহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে আখাউড় থানা পুলিশ। গতকাল ০৮ ই সেপ্টেম্বর রাত ৮ টার সময় মনিয়ন্ধ ইউনিয়নের শিবনগর এলাকা থেকে মাদক সহ তাকে আটক করেছে আখাউড়া থানা পুলিশ।
আটককৃত ব্যাক্তি মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর এলাকার শাহার মিয়ার ছেলে মানিক মিয়া। আখাউড়া থানার এস আই মোহাম্মদ কামরুজ্জামান এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মাদক সহ তাকে আটক করে। আখাউড়া থানা পুলিশ একটি প্রেস রিলিজের মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেছে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব আশাদুল ইসলাম জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ আনিসুর রহমানের দিকনির্দেশনায় সহকারি পুলিশ সুপার ( কসবা সার্কেল) জনাব কামরুল ইসলাম এর পরামর্শক্রমে আখাউড়া থানার মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে। আটককৃত আসামিকে আজ কেমন বাড়িয়া জেলার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক কারবারি এবং মাদক ব্যবসায়ী কাউকেই ছাড় দেওয়া হবে না।
কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৪