আন্তর্জাতিক ডেস্ক : খারকিভ অঞ্চলে কোনো ধরনের ঘোষণা ছাড়াই পাল্টা আক্রমণ শুরু করেছে ইউক্রেনের সেনারা। এতে রুশ বাহিনীর মধ্যেই কেউ কেউ চিন্তিত হয়ে পড়েছেন খারকিভে অবস্থানরত রুশ সেনারা বিচ্ছিন্ন হয়ে যাবে। খবর দ্য গার্ডিয়ানের।
যুক্তরাষ্ট্রের যুদ্ধভিত্তিক সংগঠনটি জানিয়েছে, রুশ মিলিটারি ব্লগাররা বেশ উৎকণ্ঠা প্রকাশ করেছেন, তাছাড়া ইউক্রেনের সাফল্যের বিষয়টিও স্বীকার করে নিয়েছেন।
সংগঠনটি আরও বলেছে, ইউক্রেনের সেনাদের সাফল্যে রুশ মিলিটারি ব্লগাররা বেশ অবাক হয়েছেন। ধারণা করা হচ্ছে এর মাধ্যমে রুশ সেনাদের মনোবল ভেঙে যাবে।
সূত্র: দ্য গার্ডিয়ান
কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৮