মো. আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকার সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে সামাজিক ফান্ড ফুলবাড়ী প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলা সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস আকন্দর সভাপতিত্বে সামাজিক ফান্ড ফুলবাড়ী প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অভ্যাগত অতিথি বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র রায়। এ সময় শামীমা শিমুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের ডা. ইসরাত জাহান সোহাগী, দাউদপুর আলিম মাদ্রাসার প্রভাষক জহুরুল হক, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের পি.এম লেলিন আজাদ, সমাজকর্মী মোঃ রুবেল, সাদরুল ইসলাম শিমুল, জয়ন্ত চৌধুরী, হাফিজুল ইসলাম, সোহেল রানা, গোলাম কিবরিয়া, হুমায়ন কবির, আল মোক্তাদির রনি, নয়ন প্রমুখ। এছাড়ও উপস্থিত ছিলেন হৃদয় সংঘ ক্লাব সুজাপুর এর পক্ষ থেকে উপদেষ্টামন্ডলীর সদস্য মোঃ আবুল কালাম, হাসান আলী।
পরিশেষে সংগঠনটির শিক্ষা, চিকিৎসা এবং সেবা খাতে ৪৭ জনকে অনুদান প্রদান করেন। এর মধ্যে শিক্ষাখাতে দিনাজপুর আদর্শ কলেজের প্রথম বর্ষের ছাত্র মোঃ আমানুল্লাহ্, উত্তর সুজাপুর গ্রামের জবেদা বেওয়াকে চিকিৎসা খাতে অনুদান প্রদান করেন। এছাড়াও বারাইপাড়া গ্রামের প্রতিবন্ধী মহিলাকে হুইল চেয়ার প্রদান করেন। গত এক বছরে এই সংগঠনটি ফুলবাড়ীর অসহায় দুস্থ পরিবারদের মাঝে বিভিন্নভাবে সহযোগিতা অব্যাহত রেখেছেন। ২০০৩ সালের ফুলবাড়ীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই সংগঠনটি পরিচালনা করে আসছেন। আয়োজনে ছিলেন সামাজিক ফান্ড ফুলবাড়ী।
কিউএনবি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৪০