শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি। প্রাথমিক বিদ্যালয়ে হলদেপাখি কার্যক্রম সম্প্রসারণের লক্ষে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট জেলার উদ্যোগে সাংগঠনিক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ আগস্ট) সকালে সিলেট সরকারি ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের হলরুমে এই সাংগঠনিক ওয়ার্কশপ এর আয়োজন করা হয়। বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চল সিলেট এর আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগ এর বিভাগীয় উপ-পরিচালক মো. জালাল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদরের উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল জলিল তালুকদার, সদর বিভাগের ডিপিও আমিনুল ইসলাম।
গার্ল গাইডস্ এসোসিয়েশনের আঞ্চলিক ট্রেইনার সুফিয়া খাতুন এর সঞ্চালনায় সাংগঠনিক ওয়ার্কশপ এ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন গার্ল গাইডস্ এসোসিয়েশনের আঞ্চলিক সেক্রেটারী সাহানা জাফরীন রোজী, জেলা কমিশনার সিদ্দিকা খাতুন, জেলা সদস্য রোকসানা বেগম, জেলা ট্রেজারার শামীমা আক্তার, সিলেট সদরের স্থানীয় কমিশনার শারমিন সুলতানা, বিজ্ঞপাখি ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের শিক্ষিকা সুলতানা ফেরদৌসী জামান, কাজী জালাল উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাইডার শিল্পি রানী দে।
সাংগঠনিক ওয়ার্কশপে অংশগ্রহন করেন শিবগঞ্জ নবীনচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা সুলতানা, ভালকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদা আক্তার, বখতিয়ার বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমীন সুলতানা, রাধাবানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোকা ভট্টাচার্য্য, কাজী জালাল উদ্দিন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা আক্তার খানম, বন্ধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা খাতুন, মেন্দিবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জিতা দে, নবীনচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তুলী রানী দেবী, আব্দুল হামিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নীপা চ্যাটার্জী, বখতিয়ার বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ওয়াহিদা শহীদ আখি, লামাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক উবায়দা জেসমিন, কাজী জালাল উদ্দিন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সোনিয়া বেগম, খোজার খলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সীমা দেবনাথ, কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রীমা দেব, ঘাসিটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রুমা রানী চৌধুরী, বন্ধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাসুদা আক্তার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গার্ল গাইডস্ এসোসিয়েশনের অফিস সহকারি নাজির হোসেন, মানিক মিয়া। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মুনতাহা হাসান ও গীতা পাঠ করেন ঐবৃন্দা শীল।
কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৫৩