শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : প্রগতি ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড বীমাকৃত ক্ষতিপূরণের টাকা পরিশোধ না করার অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিপূরণের টাকা না পেয়ে প্রগতি ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের গ্রাহক মোঃ আনসার আলীর পক্ষে এডভোকেট অনুজ কুমার রায়, বার হল নং-৩, জজকোর্ট, সিলেট গত ০২/০৮/২০২২ইং তারিখে লিগ্যাল নোটিশ প্রদান করার পরও কোন জবাব না দেওয়ায় আবারো গত ২১/০৮/২০২২ ইং তারিখে লিগ্যাল নোটিশ প্রদান করেছে।
লিগ্যাল নোটিশ সূত্রে জানা যায়, সিলেটের জালালাবাদ থানাধিন টুকেরবাজার ইউনিয়নের পশ্চিমপাড়া নোয়াগাঁওস্থ আলী স্টোর সত্ত্বাধিকারী, মৃত লিয়াকত আলী ছেলে মোঃ আনসার আলী, প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড, লালদিঘির পাড়, সিলেটে একই অগ্নি বীমা ইন্স্যুরেন্স করেন। যার অগ্নি বীমাপত্র নং চওখ/ঝণখ/ঋচ যার অর্থমূল্য ১০ লক্ষ টাকা। ০০১২/০১/২০২২ এবং বার্গল্যারি বীমাপত্র নম্বর চওখ/ঝণখ/ইটএ/চ-০০১/০১/২০২২. যার অর্থ মূল্য ১০ লক্ষ টাকা।
মোঃ আনসার আলী তার ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স আলী স্টোর নামীয় প্রতিষ্ঠানের নিরাপত্তার স্বার্থে রূপালী ব্যাংক লিমিটেড রিকাবীবাজার শাখা সিলেটের মাধ্যমে প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডকে পলিসির টাকা পরিশোধ করেন।বিগত ০৩/০৩/২০২২ইং তারিখে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে উদ্ভূত অগ্নিকান্ডে মেসার্স আলী স্টোর সম্পূর্ণ ভষ্মিভূত হয়ে প্রায় ১৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। এতে মোঃ আনসার আলী বিরাট আর্থিক ক্ষতির সম্মুখীন হন।এ ব্যাপারে আনসার আলী গত ০৫/০৩/২০২২ইং তারিখে জালালাবাদ থানায় একটি জি.ডি এন্ট্রি করেন। যার নং- ২১১। জি.ডি’র পর তদন্ত করে দেখা যায় আলী স্টোর নামীয় ব্যবসা প্রতিষ্ঠানটি শর্ট সার্কিট থেকে উদ্ভূত অগ্নিকান্ডে ভস্মীভূত হয়েছে।
এমন পরিস্থিতিতে আনসার আলী আবরো নতুন ভাবে ব্যবসা শুরু করতে প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড বরাবরে তার প্রাপ্ত ক্ষতি বাবাদ ২টি বীমাকৃত মোট ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাওয়ার জন্য আবেদন করেন।এর পরিপ্রেক্ষিতে বিগত ০৬/০৩/২০২২ইং তারিখে প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড মনোনীত তদন্তকারী কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোঃ আজহারুল ইসলাম নাদিম এর তদন্তক্রমে প্রতিবেদন দাখিলক্রমে উল্লেখ করেন যে, আলী স্টোর ব্যবসা প্রতিষ্ঠানটি বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে উদ্ভূত অগ্নিকান্ডের ফলে ভষ্মীভূত হয়েছে। পরবর্তীতে প্রগতি ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের কর্মকর্তা জানায় যে, একজন ব্যক্তি কয়েকটি ইন্স্যুরেন্স করতে পারবে না, একটা বীমা দাবী দিলে অন্যটা দিতে পারবে না। কিন্তু বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ ও ইন্স্যুরেন্স কোম্পানীর নীতিমালায় এমন কোন সুনির্দিষ্ট তথ্য নেই।একমাত্র ব্যবসা প্রতিষ্ঠান আলী স্টোর আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ায় বর্তমান আনসারী আলী পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
যেহেতু আলী স্টোর বীমাকৃত। সেহেতু অগ্নিকান্ডে ব্যবসা প্রতিষ্ঠানটি সম্পূর্ণ ভস্মীভূত হওয়ায় দাবীকৃত দুটি বীমা সর্বমোট ২০ লক্ষ টাকা মোঃ আনসার আলীকে আগামী ৭ দিনের মধ্যে প্রদানে প্রগতি ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডকে অনুরোধ জানানো হয়েছে।অন্যথায় আনসার আলী তার বীমাকৃত ব্যবসা প্রতিষ্ঠান আলী স্টোর এর বর্ণিতরূপ দুর্ঘটনার জন্য ক্ষতিবাদ দুটি বীমা সর্বমোট ২০ লক্ষ টাকা মাননীয় আদালতের মাধ্যমে সুদাসলে আদায় করার নিমিত্তে মামলা করতে বাধ্য হবে এবং প্রয়োজনুযায়ী বিধি সম্মতভাবে দুর্নীতি দমন কমিশন সহ সকল ক্ষেত্রে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবেন।
গ্রাহক আনসার আলী তার দাবীকৃত ক্ষতিপূরণের ২০ লক্ষ টাকা পাওয়ার জন্য প্রগতি ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড চেয়ারম্যান, নির্বাহী প্রেসিডেন্ট (দাবী) মোস্তাক আহমদ, ব্যবস্থপনা পরিচালক, লালদিঘিরপাড় সিলেটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক বেলাল আহমদ চৌধুরী, সিনিয়র অফিসার মোঃ জাহাঙ্গীর আলম এবং ক্ষমতাপ্রাপ্ত জরিপকারী, ইস্ট মানিকনগর, মুগদা, ঢাকার পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আজহারুল ইসলাম নাদিম বরাবরে লিগ্যাল নোটিশ প্রেরণ করেছেন।
কিউএনবি/অনিমা/৩০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ৮:২৮