ডেস্ক নিউজ : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, দেশের মানুষ অনেক কষ্টে আছে, তা আমি জানি। সারা বিশ্ব এখন একটা আর্থিক সমস্যার মধ্যে আছে। তবে পৃথিবীর অনেক দেশের তুলনায় আমরা এখনো ভালো আছি।
সোমবার রাতে কিশোরগঞ্জের মিঠামইনে রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে আয়োজিত সুধী সমাবেশে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সোমবার বিকালে চার দিনের সফরে ঢাকা থেকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে তিনি মিঠামইনে পৌঁছান। সফ?রের প্রথম দিন তিনি মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজ পরিদর্শন করেন। গতকাল মঙ্গলবার বিকালে সড়কপথে মিঠামইন থেকে অষ্টগ্রাম উপজেলায় যান রাষ্ট্রপতি। সেখানে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন এবং সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে। রাষ্ট্রপতি বলেন, বিশ্বটাকে এখন গ্লোবাল ভিলেজ বলে। মিঠামইনের একটা গ্রামের সঙ্গে আরেকটা গ্রামের যেমন সম্পর্ক, ঠিক তেমনি সারা বিশ্বে যত দেশ আছে, তার একটি দেশের সঙ্গে আরেকটি দেশ তেমনি সম্পর্কযুক্ত। তিনি বলেন, বিশ্বে এখন অস্থিরতা চলছে। ২০২০ সাল থেকে সারা বিশ্বে করোনার মহামারি শুরু হয়েছে। করোনার প্রভাবে অনেক দেশ নাজেহাল অবস্থায় পড়েছে।
বিশ্ব যখন করোনার ধকল কাটিয়ে সামলে ওঠার চেষ্টারত, তখন আবার ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ শুরু হয়েছে। সে যুদ্ধের প্রভাব সারা বিশ্বে তেলের ওপরে পড়েছে। যে কারণে তেলের দাম বেড়েছে। এতে মানুষ কিছুটা সমস্যায় আছে। সারা বিশ্ব ভালো না থাকলে আমরা ভালো থাকতে পারব না। রাষ্ট্রপতি আরও বলেন, শ্রীলঙ্কায় সরকার পরিবর্তন হয়েছে, তাতে কী হবে? হয়তো আরেকটি সরকার আছে, এ সরকারকেও পরিবর্তন করতে পারে। কিন্তু শ্রীলঙ্কার আর্থিক অবস্থা যে পর্যায়ে চলে গেছে, যত সরকারই আসুক, পরিবর্তন হতে পারে কি না জানি না। শ্রীলঙ্কায় স্বাভাবিক অবস্থা ফিরে আসা এখন সম্ভব নয়। তাদের সময়ের দরকার। এমন একটা পরিস্থিতিতে শুধু শ্রীলঙ্কা নয়, অনেক দেশ এ সমস্যার সম্মুখীন। রাষ্ট্রপতি বলেন, আমি বঙ্গভবনে অনেকটাই বন্দি জীবনযাপন করি। ইচ্ছা করলেই আসতে পারি না। আসার সময় মনে হয় সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করব, কিন্তু তা হয়ে ওঠে না।
তবে আর সাত-আট মাস পর অবসরে যাওয়ার পর সাধারণ মানুষের সঙ্গে দেখা-সাক্ষাৎ করতে পারব বলে আশা করছি। এ সময় কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আস?নের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের এ সময় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কিউএনবি/অনিমা/২৪.০৮.২০২২/সকাল ৯.৪৫