বিনোদন ডেস্ক : ডিজিটাল প্লাটফরমে গান গেয়ে প্রশংসিত তরুণ সংগীতশিল্পী জাহিদুল ইসলাম।
কিছু দিন বিরতির পর এবার ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তীর কথায় নতুন গান গাইলেন তিনি। ‘প্রেম যেন মরীচিকা’ শিরোনামের গানটি কম্পোজিশন করেছেন সাজ আহমেদ।
সম্পতি মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি স্টুডিওতে গানটির ভয়েস দেওয়া হয়েছে।
অজয় চক্রবর্তীর কথায় গান গাওয়া প্রসঙ্গে জাহিদুল ইসলাম বলেন, এর আগেও আমি ভারতের বিখ্যাত গীতিকার-সুরকারদের সঙ্গে গান করেছি। অজয় চক্রবর্তী বিশ্ব বাংলা গানে অনুকরণীয় শিল্পী, তার সান্নিধ্য পেতেই এই গানটি করেছি। গানটি শিগগিরই গানটি কলকাতার দ্রুব মিউজিক স্টেশন থেকে সারা বিশ্বে প্রকাশ পাবে।
সংগীতশিল্পী জাহিদুল ইসলাম ক্লাস নাইন থেকে বিরহের গান করছেন। এ ছাড়া মাত্র ১৯ বছর বয়সে সংগীত প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন সংগীতশিল্পী জাহিদুল ইসলাম।
বর্তমান ব্যস্ততা নিয়ে এই সংগীতশিল্পী বলেন, এতদিন তো করোনা ও লকডাউনের কারণে এক বছর কাজ স্লো ছিল, ২০২০ সালে তো বাসায় বসেছিলাম অনেক দিন। এর মধ্যে কিছু ভয়েজ রেকডিং হয়েছে। সে গানগুলো নিয়ে ভিডিও ধারণ করে এ বছরের শেষ দিকে অথবা আগামী বছরের প্রথম দিকে রিলিজ দেব। জাহিদুল
ইসলাম গানের পাশাপাশি বর্তমানে তিনি মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়ালেখা করছেন।
কিউএনবি/অনিমা/২৪.০৮.২০২২/সকাল ৮.৪৬