জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : ২১শে আগস্ট বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলার প্রতিবাদে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের উদ্যােগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ। রোবববার (২১ আগস্ট ২০২২ইং) বিকালের দিকে জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সন্ত্রাসবিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কর্ফোসের চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, জেলা আ,লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা, জেলা আ,লীগের সহ-সভাপতি ও সাবেক পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজুরি মারমা, জেলা আ,লীগের সহ-সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা আ,লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা আ,লীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য এডভোকেট আশুতোষ চাকমা, জেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক মো:দিদারুল আলম,জেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক পার্থ ত্রিপুরা জুয়েল, জেলা আ,লীগের নেতা পার্বত্য জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, জেলা আ,লীগের নেতা ও পার্বত্য জেলা পরিষদের সদস্য মংক্যাচিং মারমা, জেলা আ,লীগের উপ-দপ্তর সম্পাদক মো:নুরুল আজম, জেলা যুবলীগের সাধারন সম্পাদক কেএম ইসমাঈল হোসেন, সদর আ,লীগের সাধারন সম্পাদক বিশ্বজিৎ রায়, জেলা মহিলা লীগের সাধারন সম্পাদক শাহিনা আক্তার, জেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক বিলকিছ বেগম, জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক ত্রিপুরা সহ বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা আওয়ামী লীগ সহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কর্ফোসের চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, এটি একটি বর্বরোচিত হামলা। ২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশ গ্রেনেড হামলা চালানো হয়, যা একুশে আগস্ট গ্রেনেড হামলা নামে পরিচিত। এই ভয়াবহ হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভী রহমানসহ ২৪ জন নিহত হয়। আহত হয় প্রায় চার শতাধিক নেতাকর্মী। ৭৫ এ বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করার মুল পরিকল্পনা ছিলো মেজর জিয়া আর ২১শে আগস্ট গ্রেনেড হামলার পরিকল্পনা ছিলো খালেদা জিয়ার। যত নষ্টের নায়ক হচ্ছে বিএনপি। তারা খুনিদের হাতে পতাকা তুলে দিয়েছে। জাতির কাছে কাছে প্রশ্ন কেন এই হত্যা? কেন এই হামলা?
কিউএনবি/অনিমা/২২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৬