আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : শোক থেকে শক্তি, শোক থেকে জাগরণ এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমার প্রেসক্লাব আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী “জাতীয় শোক দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৮ আগষ্ট) সকাল ১১টায় প্রেসক্লাব হলরুমে প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান চয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা আ’লীগের সহ-সভাপতি শিক্ষাবিদ অধ্যাপক খায়রুল আলম বাবুল।
বিশেষ অতিথি হিসাবে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবী, উপজেলা আ’লীগের নব-নির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক গনেশ কুমার আগরওয়ালা, বোড়াগাড়ী ইউনিয়ন আ’লীগের সভাপতি মনছুর আলী, বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রফিকুজ্জামান রুবেল, ডোমার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবু ফাত্তাহ কামাল পাখি, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর কাদের সরকার ইমরান প্রমুখ বক্তব্য রাখেন।
প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক মাসুমের সঞ্চালনায় প্রেসক্লাবের সহ-সভাপতি রুবেল ইসলাম, অধ্যক্ষ মেহেদী হাসান মুক্তি, প্রভাষক আতিদুল হক বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক মোসাদ্দেকুর রহমান সাজু, সাহিত্যে ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আনিছুর রহমান মানিক, অর্থ সম্পাদক রবিউল হক রতন, সাংবাদিক রাশেদুল ইসলাম আপেল, আসাদুজ্জামান হিল্লোল, এবাদত হোসেন চঞ্চল, আহসান হাবীব লাব্বুসহ পৌর কৃষক লীগের আহবায়ক আবু সাঈদ, পৌর আ’লীগের ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মকবুল হোসেন আ’লীগ নেতা আবুল কাশেম সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা আলহাজ্ব মাহমুদ বিন আলম।
কিউএনবি/অনিমা/১8 অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৬