এম সাজেদুল ইসলাম(সাগর) নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি : বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার নামকরনে দিনাজপুরের নবাবগঞ্জের আশুড়ার বিলের কাঠের সেতু । উপজেলা প্রশাসনের উদ্দোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা নামে এই সেতু নামকরন করেছেন স্থানীয় প্রশাসন। যে সেতুটি দেখার জন্য প্রতিদিন পর্যটকরা আসছে দৃিিষ্টনন্দন আশুড়ার বিলে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আশুড়ার বিল। এ বিলকে ঘিরে ১৭ শত হাজার কোটি টাকার এক ম্যাগা প্রকল্প কর্তৃপক্ষর বরাবরে প্রেরন করেছে উপজেলা প্রশাসন।
বিলের পশ্চিম দিকে স্থাপিত হয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার নামের কাঠের সেতু। আজকে তাঁর ৯২ তম জন্ম বার্ষিকী অনুষ্ঠানে সেতুটি নিয়ে আলোক পাত করেন বক্তারা। এদিকে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা সেলাই মেশিন ও অসহায় নারীদের মাঝে নগদ অর্থ বিতরন করেন দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।
কিউএনবি/অনিমা/০৯.০৮.২০২২/দুপুর ১.২১