আমিনুর রশীদ চৌধুরী রুমন: শ্রীমঙ্গল প্রতিনিধি : (মৌলভীবাজার)। দেশের টিভি বিনোদনের ইতিহাসে সেটেলাইট যোগে পদার্পণে রজতজয়ন্তী। প্রথম বেসরকারি টিভি চ্যানেলের বর্ষপূর্তি উৎসব উপলক্ষে গত (৩১ জুলাই) ২০২২ ইং। সন্ধ্যায় ফ্রান্সে গুণীজন সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়। এসময়ে অনুষ্ঠানের আয়োজনে ছিলেন, এটিএন বাংলা‘র ফ্রান্স প্রতিনিধি দেবেশ বরুয়া। গত (৩১শে জুলাই) ২০২২ ইং সন্ধ্যার দিকে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানমালায় ছিল আনন্দ সম্মিলন, গুণীজন সংবর্ধণা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক নৃত্য। জাঁকজমকপূর্ণ এই আয়োজনে গুণীজনদের সংবর্ধনায় মঞ্চ আলোকিত করেন প্যারিসের স্বনামধন্য শিল্পী, কলাকুশলী ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
উক্ত অনুষ্ঠানে সংবর্ধিত ও পদকপ্রাপ্ত হলেন, চিকিৎসায় ডাঃ উত্তম বড়ুয়া, সংগীতে বিশিষ্ট সংগীতজ্ঞ আরিফ রানা, সমাজসেবায় সুব্রত শুভ ,সাংবাদিকতায় ইমরান মাহমুদ ও তথ্যচিত্র নির্মাতা শ্রীমঙ্গলের প্রকাশ রায়। শ্রীমঙ্গলের কৃতিসন্তান প্রকাশ রায় ‘কে বাংলাদেশ প্রথম সেটেলাইট টিবি চ্যানেল এটি,এন,বাংলা’র ২৫ বছর পুর্তি উপলক্ষে প্যারিস, ফ্রান্স গুণীজন সম্মাননা স্মারক প্রদান করা হয় । তিনি তথ্যচিত্র নির্মানের বিশেষ অবদানের জন্য,এই সম্মাননা স্মারক পান ।
এ নিয়ে দেখাগেছে ভিবিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে সবাই প্রকাশ রায়’কে অভিনন্দন ও আগামী দিনের জন্য শুভ কামনা জানিয়েছেন । উক্ত অনুষ্ঠানে প্রকাশ রায় তার প্রতিক্রিয়ায় বলেন, আমার কাজকে এমন আন্তরিকতায় মূল্যায়ন করে সম্মানিত ও মহিমান্বিত করার জন্য দেবেশ বরুয়া ও এটি,এন বাংলাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতার পাশাপাশি তার এগিয়ে চলার পথে সর্বাত্বক সহযোগিতার জন্য শ্রীমঙ্গলবাসীসহ সাড়া দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং সবার দোয়া ও আশির্বাদ কামনা করেন।
কিউএনবি/আয়শা/০৫ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১০:৫৪