ডেস্ক নিউজ : সাতক্ষীরায় পুলিশ পরিচয়ে ডাকাতির অভিযোগে বিদেশি অস্ত্র ও গুলিসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পুলিশের ভুয়া শার্ট-প্যান্ট, ভুয়া আইডি কার্ড, হ্যান্ডকাফসহ দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো- শরীফ হাসানুল বান্না, জাহিদ হোসেন, রাশেদুল কারিকর, সাব্বির হোসেন, শেখ হাফিজুর রহমান, ইকরামুল মোড়ল। এরা সবাই সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা এবং আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।
সোমবার দুপুর ১২টায় প্রেস ব্রিফিংয়ে সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান আসামিদের হাজির করে ঘটনার বিস্তারিত জানান। তিনি বলেন, গত ২৩ জুলাই যশোর-সাতক্ষীরা সড়কে ভুয়া পুলিশ পরিচয়ে আসামিরা এক গরু ব্যবসায়ীকে জোর করে গাড়িতে তুলে তাদের কাছ থেকে ২ লাখ ৭০ হাজার টাকা নিয়ে নেয়। এরপর ওই গরু ব্যবসায়ীকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার সময় পুলিশ ও স্থানীয়রা ওই চক্রের ৫ জন সদস্যকে গ্রেফতার করে। এ সময় ওই দলের সর্দার শরীফ হাসানুল বান্না ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে গেলেও পরবর্তীতে সোমবার ভোরে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে পুলিশের পোশাক, বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, হ্যান্ডকাফসহ অন্যান্য জিনিসপত্র জব্দ করা হয়।
পুলিশ সুপার আরও জানান, আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা এর আগে বেশকিছু ঘটনা ঘটিয়েছে। তারা পুলিশ পরিচয়ে বিভিন্ন জায়গায় ডাকাতি করেছে। পুলিশের গোয়েন্দা বিভাগ তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছে। আটক আসামিদের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৩