এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ পালন করা হয়েছে। রবিবার ২৪ জুলাই দিবসটি পালন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা করা হয়েছে। “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এইশ্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠিানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা হরিদাস কুমার দেবনাথ। প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) ডা. নাসির উদ্দীন।
উপজেলা মৎস্য অফিস ক্ষেত্র সহকারী মিজানুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। এছাড়া বক্তৃতা করেন ঝিকরগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, চৌগাছা থানার ওসি (তদন্ত) ইয়াছিন আলম চৌধুরী, চৌগাছা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক আবুল কাশেম, সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, সিংহঝুলী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলার মাছ চাষে সফল চাষী অসীম বিশ্বাস, কামাল হোসেন ও সাইফুর রহমান পান্নার হাতে পুষ্কার তুলে দেন। পরে শিশু নিলয় ফাউন্ডেশনের উদ্যোগে কপোতোক্ষ নদে মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিতছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা হরিদাস কুমার দেবনাথ, শিশু নিলয় ফাউন্ডেশনের পরিচালক জাহাঙ্গীর আলম, উপ-পরিচালক ইমামুল হোসেন, চৌগাছা উপজেলা শিশু নিলয় ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার আব্দুর আজিজ, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী হারুন-অর-রশীদ, সৌভিক রায় প্রমুখ।
কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৮