বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৫নং দক্ষিণ ইউনিয়ন শাখা শ্রমিক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার মার্কেট সংলগ্ন মাঠে আয়োজিত কর্মী সভার সভাপতিত্ব করেন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ মফিজুল ইসলাম। উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আখাউড়া দক্ষিণ ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত কর্মী সম্মেলনের বিশেষ অতিথি ছিলেন, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ মনির মিয়া, দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহবায়ক ডাঃ জাহার ভূইয়া, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর মিয়া। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মহসিন মিয়া, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক জুনায়েদ সরকার, হামদু সরকার, সদস্য লিটন মিয়া সহ প্রত্যেক ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, মোঃ আবুল কাশেম ও মোঃ শহিদ মিয়া। আখাউড়া দক্ষিণ ইউনিয়ন শ্রমিক দলের কর্মী সভা থেকে বলা হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কসবা ও আখাউড়া থেকে বিএনপির প্রার্থী হিসেবে কবির আহম্মদের হাতকে শক্তিশালী করার জন্য তারা নিরলস ভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও উপজেলার প্রতিটি ইউনিয়নে এই ধরনের কর্মী সভার আয়োজন করা হবে বলে জানান তারা।
কিউএনবি/আয়শা/২০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৯