বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির গরু গোসল করতে গিয়ে খালের পানিতে ডুবে নাবিল (১৩) নামের এক কিশোর মারা গেছেন। নাবিল কাউতলী এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। রবিবার বেলা ১২টার দিকে পৌর এলাকার কাউতলীর কুরুলিয়া খাল (এন্ডারসন খাল) থেকে দমকল বাহিনীর সদস্যরা তার লাশ উদ্ধার করে৷ পরিবারের লোকজন লাশ নিয়ে গেছে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, সকালে কোরবানির গরু নিয়ে সহপাঠিদের সঙ্গে কুরুলিয়া খালে যায় নাবিল। গরুকে গোসল করানোর সময় খালের পানির তীব্র স্রোতে নাবিল তলিয়ে যায়। পরে কিশোরগঞ্জ দমকল বাহিনীর ডুবুরি দল এসে তার লাশ উদ্ধার করে।
কিউএনবি/আয়শা/১০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৪