মোঃ আশিকুর ইসলামবোচাগঞ্জ ( দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জে দুটি মোটরসাইকেলের সংর্ঘষে ১ জন মোটরসাইকেল চালক দগ্ধ।আজ শনিবার দুপুর আনুমানিক সাড়ে ১২ টায় বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর এলাকার রেলগেট সংল্গন স্থানে দূর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, দুইটি মোটরসাইকেলের সংর্ঘষে মর্হতে মধ্যে মোটরসাইকেল ২ টিতে আগুন লেগে যায়। সেই আগুন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটো রিক্সসাতেও ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজনের সহযোগিতায় দ্রুত পানি ,বালি দিয়ে আগুন নিভাবার চেষ্টা করে। এর কিছুক্ষণের মধ্যে সেতাবগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পানি দিয়ে আগুন নেভায়।
মটরসাইকেল দুটি সর্ম্পন পুড়ে গেছে। দাঁড়িয়ে থাকা অটো রিক্সাসার ব্যাটারিগুলো অক্ষত থাকলেও সবকিছু আগুনে পুড়ে যায়। মোটরসাইকেল চালক অপুর শরীরের পিছনের দিকে আগুন লাগে।স্থানীয় লোকজন দ্রুত তাকে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দগ্ধ ব্যক্তি সেতাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাহিরুর ছেলে অপু (২৬)।অটো রিক্সারা মালিক শ্রী উজ্জল চন্দ্র রায় জানান, আমার অটো রিক্সসাটি ওয়ার্কসপে কাজ করার জন্য রাস্তের পাশে রাখি।
হঠাৎ দেখি মোরসাইকেল দুইটিতে আগুন লাগার সাথে সাথে আমার গাড়িটিতে ও আগুন লেগে যায়।বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আল আমনি গালিব জানান, রোগীর শরীর প্রায় ২০% দগ্ধ হয়েছে। আমরা প্রাথমিক চিৎকিসা দিয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছি।।
কিউএনবি/অনিমা/১০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৯