ডেস্ক নিউজ : ঢাকার নবাবগঞ্জে জান্নাতুল আক্তার (৫) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার মালিকান্দা আলেপ ব্যাপারীর বাড়ির পেছনে ধলেশ্বরী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
জান্নাতুল আক্তার উপজেলার কৈলাইল ইউনিয়নের নয়াকান্দা গ্রামের মাছুম দেওয়ানের মেয়ে।
এ ঘটনায় স্থানীয় জনতা দুজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার জান্নাতুল তার মা-বাবার সঙ্গে মালিকান্দায় নানা আলেপ ব্যাপারীর বাড়ি বেড়াতে যায়। শনিবার সকাল ৯টা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
অনেক খোঁজাখুঁজির পর মালিকান্দা গ্রামের বাসিন্দারা ধলেশ্বরী নদী থেকে বস্তাবন্দি অবস্থায় জান্নাতুলের লাশ উদ্ধার করেন।
দোহার সার্কেল সিনিয়র এএসপি মো. আরিফুল ইসলাম বলেন, শিশু জান্নাতুলের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
কিউএনবি/অনিমা/০২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:১৫