বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে রবিবার বিকেলে তেলবহনকারী ট্রেনের একটি ওয়াগনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে এতে অন্য ট্রেন চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি। দুর্ঘটনা কবলিত ট্রেনটির সবকটি ওয়াগনই খালি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে আসা চট্টগ্রামগামী তেলবহনকারী একটি ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় ট্রেনটির মাঝখানের একটি ওয়াগনের চারটি চাকা লাইনচ্যুত হয়। তবে একাধিক লাইন থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক আছে। উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ওয়াগনটি লাইন থেকে সরিয়ে নিবে।
কিউএনবি/আয়শা/২৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৩৮