স্পোর্টস ডেস্ক : রাষ্ট্রীয়ভাবে চরম দুঃসময় কাটাচ্ছে শ্রীলঙ্কা। ঋণে জর্জরিত দেশটিতে স্মরণকালের ভয়াবহ অর্থনৈতিক দুরবস্থা চলছে। এর মাঝেই অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশের মাটিতে ৩০ বছর পর ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়ে ফেলেছে শ্রীলঙ্কান ক্রিকেট দল। শেষ ওয়ানডে হেরে একটু হতাশ হলেও ৩-২ ব্যবধানে সিরিজ জয়ে গর্বিত অধিনায়ক দাসুন শানাকা।
শানাকার মতে, শেষ টি-টোয়েন্টিতে জয়ই দলের মনোবল ফিরিয়ে দিয়েছিল। সিরিজ শেষে শ্রীলঙ্কান অধিনায়ক বলেন, ‘দল যেভাবে পারফর্ম করেছে, তাতে আমি গর্বিত। শেষ টি-টোয়েন্টি ম্যাচের মোমেন্টামটাই আমাদের সাহায্য করেছে। ওই ম্যাচে জয়টা ওয়ানডে সিরিজের আগে আমাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দেয়। আমাদের ব্যাটাররা তো পারফর্ম করেইছে, আর বোলাররাও তাদের সামনে যে চ্যালেঞ্জই থাক, সেটা গ্রহণ করেছে। ‘
সিরিজ জয়ে পুরো দলের কৃতিত্ব থাকলেও কুশল মেন্ডিসকে আলাদাভাবে বাহবা দেন শানাকা, “দলের সকলেই সব ম্যাচে দায়িত্ব নিয়ে খেলেছে, বিশেষত কুশল মেন্ডিস। তাকে ফর্মে ফিরতে দেখে দারুণ লাগছে। তার ‘ম্যান অব দ্য সিরিজ’ পুরস্কার পাওয়াটা আনন্দের। তবে আমরা টিম পারফরম্যান্স করেছি। দর্শকরাও ক্যান্ডি এবং এখানে, দুই জায়গাতেই আমাদের দারুণ সমর্থন করেছে। নিশ্চিতভাবেই ভবিষ্যতে আমরা আরো ভালো পারফর্ম করব। “
কিউএনবি/আয়শা/২৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২২