আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের ঘটনা। ১২ বছর বয়সী রোহিত বিরল রোগে আক্রান্ত। জন্মের পর থেকে তার শরীরের ১০০টি হাড় ভেঙেছে। তার শরীরের স্বাভাবিক বিকাশও হয়নি। জানা গেছে, ‘অস্টিওপোরোসিস’ রোগে আক্রান্ত রোহিত। হাড়ের ভঙ্গুর রোগ হিসেবে এটি পরিচিত। এই রোগে আক্রান্তদের দেহে হাড় গঠন হওয়ার চেয়ে তা দ্রুত ক্ষয় হয় বা ভেঙে যায়। এ রোগে আক্রান্তদের হাড় এতটাই দুর্বল যে সামান্য টোকা বা অন্য কোনো চাপেই হাড় ভেঙে যায়।
শারীরিক তীব্র কষ্ট ও যন্ত্রণা নিয়ে দিন পার করতে হয় রোহিতকে। তার শরীরের স্বাভাবিক বিকাশও মারাত্মক বাধাগ্রস্ত হয়েছে। ১২ বছর বয়সেও তার উচ্চতা ১ ফুট ৪ ইঞ্চি, আর ওজন ৩২ কেজি। বন্ধুদের সঙ্গে খেলতে পারে না রোহিত। এপাশ-ওপাশ করার জন্য মা-ই তার ভরসা। রোহিতকে পড়ায় তার বোন। তবে সে স্কুলে যেতে পারে না।
এখনো স্বপ্ন দেখে রোহিত। বড় হয়ে গায়ক হতে চায় সে। এখন পর্যন্ত অস্টিওপোরোসিসের কোনো ওষুধ নেই। তবে এই রোগে আক্রান্তরা ক্যালসিয়াম ও হাড়ের বৃদ্ধিতে সাহায্যকারী ওষুধ খেলে কিছুটা আরাম পায়।
সূত্র : নিউ ইয়র্ক পোস্ট
কিউএনবি/আয়শা/২৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৮