ডেস্ক নিউজ : ব্যক্তিগত সফরে থাইল্যান্ড গিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। আজ বৃহস্পতিবার দুপুর ১টা ৩৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি বিমানে ব্যাংককের উদ্দেশে হযরত শাহজালাল অন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। থাইল্যান্ডে থাকাকালীন তিনি ব্যাংককে ওয়েস্টিন গ্র্যান্ড সুকুমভিত হোটেলে অবস্থান করবেন। জাতীয় পার্টির চেয়ারম্যানের সফরসঙ্গী হিসেবে আছেন মহাসচিব মুজিবুল হক চুন্নু ও তার সহধর্মিণী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ এবং জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান।
কিউএনবি/আয়শা/২৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৩