এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ৪০ বোতল ফেন্সিডিলসহ দুই জনকে আটক করেছেন চৌগাছা থানা পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার চাঁদপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন পুলিশ। আটক আসামীরা হলেন যশোর কোতয়ালী থানার বাগডাঙ্গা (কুমার ) গ্রামের নান্নু মোল্লার ছেলে রিপন হোসেন মোল্লা (২৮) এবং যশোর কোতয়ালী থানার চুড়ামনকাটি গ্রামের মৃত আজাদ হোসেনের ছেলে গোলাম আজম (২০)।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানা পুলিশের একটি দল চৌগাছা-মহেশপুর সড়কের চাঁদপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে শাহদুল ইসলামের মিষ্টির দোকানের সামনে থেকে তাদেরকে আটক করেন। এ সময় তাদের নিকট থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপাওে চৌগাছা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(খ)/৩৮/৪১ মামলা হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কিউএনবি/আয়শা/২২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:১৯