মোঃসালাহউদ্দিন আহমেদ : নরসিংদী রেলওয়ে স্টেশনে তরুণী হেনস্তার ঘটনায় এক নারী গ্রেপ্তারের পর পাল্টাপাল্টি মানববন্ধন করেছে দুইটি পক্ষ। বৃহস্পতিবার (২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনে একদল প্রগতিশীল নারী এবং বেলা ১১টার দিকে প্রেসক্লাবের সামনে স্থানীয় জনগণ গ্রেপ্তার ওই নারীর পক্ষে মানববন্ধন করে। দুটি পক্ষের একটি পক্ষ গ্রেপ্তার মার্জিয়ার মুক্তি দাবি করেছে এবং অন্য পক্ষ মার্জিয়ার সর্বোচ্চ শাস্তি চেয়েছে। নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা স্থানীয়দের দাবি, তরুণী হেনস্তার ঘটনায় গ্রেপ্তার মার্জিয়া নিরপরাধ এবং তাকে মুক্তি দিতে হবে। এই মানববন্ধনে নরসিংদীর স্থানীয় শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
অপরদিকে, রেলওয়ে স্টেশনে মানববন্ধন করা প্রগতিশীল নারীদের দাবি, বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীকে পোশাকের জন্য হেনস্তা করা অপরাধ। গ্রেপ্তার দুইজনকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে এবং বাকিদেরও গ্রেপ্তার করতে হবে। এই মানববন্ধনে ঢাকা এবং নরসিংদীর বিভিন্ন সংগঠনের অন্তত ৫০ জন নারী উপস্থিত ছিলেন। রেলওয়ে স্টেশনে মানববন্ধন করা আমরাই পারি নামে একটি সংগঠনের প্রধান নির্বাহী জিনাত আরা হক তার বক্তব্যে বলেন, রেলওয়ে স্টেশন হোক আর যেখানেই হোক, পোশাকের জন্য কাউকে হেনস্তা করা অপরাধ। যে নারী গ্রেপ্তার হয়েছেন তার সর্বোচ্চ শাস্তি চাই। নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা রবিউল্লাহ সায়েম নামে একজন বলেন, সংবাদকর্মীরা এই বিষয়টাকে অতিরঞ্জিত করেছে। একজন মা ওই তরুণীকে মেয়ের মতো শাসন করেছে। এটার জন্য গ্রেপ্তার হবে একজন নারী এটা আমরা ভাবতে পারি না।
মার্জিয়ার অবিলম্বে মুক্তির দাবি করছি। স্থানীয় অ্যাডভোকেট শিরিন সুলতানা শেলী বলেন, ওই তরুণীর সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার ভিডিওটি দেখেছি। সেখানে গ্রেপ্তার মার্জিয়ার অবস্থান আমাদের কাছে স্পষ্ট। ওই ঘটনায় তাকে এইভাবে গ্রেপ্তার করে ৩ দিনের রিমান্ড দেওয়ার তীব্র নিন্দা জানাচ্ছি। নরসিংদী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) হারুনুর রশিদ বলেন, মানববন্ধন করা সবারই অধিকার আছে। আমরা দুটি পক্ষকেই নিরাপত্তা দিয়েছি। কোনো পক্ষেরই কেউ আটক নেই।
কিউএনবি/আয়শা/০৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৫৯