রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন

নওগাঁয় মাটি ট্রাক সিএনজি টার্মিনাল ভরাটের নামে চলছে মাটি বিক্রির মহা উৎসব

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ১২২ Time View

 

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদরের তুলশীগঙ্গা নদী খননের সময় জমাকৃত দু’পাড়ের মাটি জেলা প্রশাসকের নির্দেশনায় প্রস্তাবিত আব্দুল জলিল এর নাম ব্যবহার করে ট্রাক সিএনজি টার্মিনালে মাটি ভরাটের নামে বিক্রির অভিযোগ উঠেছে। ট্রাক্টর দিয়ে মাটি অনত্র নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর ও নওগাঁ পৌরসভার প্যানেল মেয়র সারওয়ার তানভীর সম্রাট ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান সাগর ট্রাক্টর ভর্তি মাটিসহ হাতেনাতে আটক করেছে। যেন দেখার কেহ নাই। নিরব প্রশাসন।

জানা যায়, নওগাঁ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক তুলশীগঙ্গা নদী খনন কাজের নদীর দুই পাড়ের মাটি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে মাটি ভরাটের কথা থাকলেও কিছু অসাধু ব্যক্তি মাটি বাহিরে বিক্রি করায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়। রজাকপুর গ্রামের ট্রাক মালিক সমিতির নেতা মোর্শেদ এর বাড়ির সামনে মালিকানাধীন জমিতে মাটি ভরাটের সময় ট্রাক্টর ভর্তি মাটিসহ হাতেনাতে আটক করেছে এলাকাবাসী। নওগাঁ পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান সাগর বলেন, তুলশীগঙ্গা নদী পানি উন্নয়ন বোর্ড কর্তৃক খননের জমানো দু’পাড়ের মাটি প্রস্তাবিত আব্দুল জলিল ট্রাক সিএনজি টার্মিনালে মাটি ভরাটের নামে নিয়ে এসে আমার ৯ নং ওয়ার্ডের রজাকপুর মহল্লার শহিদুল ইসলামের নিকট ৫০ গাড়ী, ওলিউর রহমানের নিকট ৫০ গাড়ী, আরসাদ ডেকোরেটার রজাকপুর বৌউ বাজার ৭০ গাড়ী, আব্দুর রাজ্জাক রজাকপুর মেরী গোল্ড পাড়ায় ১শ গাড়ী, রজাকপুর খলিফা পাড়ায় সুমনের নিকট ৬০ গাড়াী সহ বিভিন্ন স্থানে কয়েক হাজার গাড়ী মাটি অবৈধ ভাবে বিক্রি করা হয়েছে।

এঘটনায় স্থানীয় রজাকপুর মহল্লার মিজানুর রহমান ও চকরামপুর মহল্লার ফজলুর রহমান বলেন, অবৈধ ভাবে মাটি বিক্রয় করার কারনে রাস্তার উপর মাটি পড়ে পাকা রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। একটু বৃষ্টির পানি হলে মটরসাইলে আরোহীদের জীবন মরণ সমস্যা হয়ে উঠবে। এই জন্য প্রশাসনের নিকট আকুল আবেদন দ্রুত এই অবৈধ মাটি বিক্রয় বন্ধ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হোক। নওগাঁ জেলা ট্রাক পরিবহন মালিক গ্রুপের সাধারণত সম্পাদক শেখ ফরিদ উদ্দীন বলেন, যানজট নিরসনে আমরা ওখানে (পার-নওগাঁ মহল্লার টিএনটি পাড়ায়) ট্রাক-সিএনজি টার্মিনাল করছি। কিন্তু একটি গোষ্ঠী তাদের স্বার্থ উদ্ধারে মানববন্ধন করেছে। এছাড়া ট্রাক সিএনজি টার্মিনালে মাটি ভরাটের নামে কোথাও বিক্রি হচ্ছে এমন বিষয় আমার জানা নেই। তবে অনুমতি সাপেক্ষে তুলশীগঙ্গা নদী খননের জমাকৃত মাটি আমরা নিয়ে এসে ট্রাক-সিএনজি টার্মিনাল ভরাট করছি।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মির্জা ইমাম উদ্দিন বলেন, বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে দেখবো। উল্লেখ্য, গত কয়েক দিন আগে নওগাঁ শহর যানজট ও মাদকমুক্ত করতে পার-নওগাঁ মহল্লার টিএনটি পাড়ার আবাসিক এলাকায় ট্র্যাক-সিএনজি টারর্মিনালের সিদ্ধান্ত বাতিল করে উক্ত স্থানে শেখ রাশেল মিনি স্টেডিয়াম বা শিশুদের বিনোদনের জন্য জননেতা আব্দুল জলিল শিশু পার্ক নির্মানের দাবিতে পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোফাখারুল ইসলাম সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্যানেল মেয়র সারওয়ার তানভীর সম্রাট, কাউন্সিলর আসাদুজ্জামান সাগর, কাউন্সিলর রবিউল ইসলাম রুবেল, উত্তরাঞ্চল উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান প্রমুখ।

উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, শহর যাবযট ও মাদকমুক্ত করতে পার-নওগাঁ মহল্লার টিএনটি পাড়ার আবাসিক এলাকায় ট্র্যাক-সিএনজি টারর্মিনালের সিদ্ধান্ত বাতিল করে উক্ত স্থানে শেখ রাশেল মিনি স্টেডিয়াম বা শিশুদের বিনোদনের জন্য জননেতা আব্দুল জলিল শিশু পার্ক নির্মান করতে হবে। এ আবাসিক এলাকায় ট্রাক-সিএনজি টার্মিনাল গড়ে উঠলে শহর বা এই এলাকার পরিবেশ নষ্ট হয়ে যাবে। এই জায়গায় যদি ট্রাক-সিএনজি স্থাপন করলে শহরে যানজট আরো বৃদ্ধি পাবে এবং এ আবাসিক এলাকায় ট্রাক ও সিএনজি টার্মিনাল অবিলম্বে বন্ধ করতে হবে বলে তারা দাবি জানান ।

 

 

কিউএনবি/আয়শা/২১শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit