সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় বিশ্ব বন্যপ্রাণী সংরক্ষন দিবস পালিত হয়েছে। নওগাঁ জেলা প্রশাসনের সহযোগিতায় বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন রাজশাহী বিভাগীয় অফিস এ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভার আ্য়োজন করে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সার্কিট হাউজ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে প্রধান সড়ক ধরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন রাজশাহী বিভাগীয় কর্মকর্তা আহমেদ নিয়ামুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ। বন্যপ্রাণী সংরক্ষন বিভাগ রাজশাহীর পরিদর্শত জাহাঙ্গীর আলম, প্রানীবিদ অধ্যপক শরিফুল ইসলাম খানসহ বিভিন্ন প্রকৃতি ও পাখী সংরক্ষন সম্পর্কিত বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা বক্তব্য রাখেন। জেলার বিভিন্ন প্রকৃতি ও পাখি সংরক্ষন স্বেচ্ছাসেবী সংগঠনসমূসের সদস্যরা এই কর্মসূচীতে অংশগ্রহন করেন।কিউএনবি/আয়শা/৩রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৪