শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন

শার্শার সবার প্রিয় বুরুজবাগান হাই স্কুলের শিক্ষক আব্দুস সালাম’র ইন্তিকাল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৯ Time View

 

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শার বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত ক্রিড়া শিক্ষক ও স্কাউট প্রশিক্ষক আব্দুস সালাম ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজেউন। গত বুধবার রাত ৯ টার সময় নাভারন সাতক্ষীরা মোড়ের নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারনে তিনি মারা যান। মৃত্যু কালে মরহুমের বয়ষ হয়েছিল ৮০ বছর। তিনি ২ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম আব্দুস সালাম শার্শার নিজামপুর গ্রামের বিশিষ্ঠ সমাজ সেবক মরহুম রমজান আলী তরফদারের ছেলে ও শার্শা উপজেলা বিএনপি নেতা ও নিজামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম তরফদারের মেজ ভাই।

মরহুম আব্দুস সালাম ১৯৬৭ সাল থেকে ২০০২ পর্যন্ত শার্শার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ে ক্রিড়া শিক্ষক ও স্কাউট প্রশিক্ষক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। তিনি একজন ধর্মপরায়ন ও সামাজিক ব্যাক্তিত্ব ছিলেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় দীর্ঘ দিনের নিজ কর্মস্থল বুরুজবাগান মাধ্যমিক স্কুল মাঠে ও যোহর নামাজের পর গ্রামের বাড়ি বড় নিজামপুর জামে মসজিদ চত্বরে দ্বিতীয় জানাজা নামাজের পর পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।

মরহুমের ছোট ভাই শার্শা উপজেলা বিএনপি নেতা ও নিজামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম তরফদার জানান, তার মেজ ভাই আব্দুল সালাম নাভারন সাতক্ষীরা মোড়ে বসবাস করতেন। তিনি জানান বুধবার রাত ৯ টার দিকে বার্ধক্য জনিত কারনে তিনি মারা যান। মরহুমের নামাজে জানাজায় নাভারন বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ীগন, শিক্ষক গন, ছাত্রবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেষার মানুষ অংশনেন।

 

 

কিউএনবি/আয়শা/২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit