গাজী মো.গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি : নেছারাবাদ বার্ষিক মাহফিলের প্রথম দিনে এক হিন্দু ভাইয়ের ইসলাম ধর্ম গ্রহন। গত(২২ ফের্রুয়ারি) মঙ্গলবার রাত ৯টার সময় ঝালকাঠি নেছারাবাদ দরবারশরীফে বার্ষিক মাহফিলের প্রথম দিনে আমীরুল মুছলিহীন হযরত নেছারাবাদী হুজুরের হাতে স্যামা পদ সরকার নামের এক ব্যাক্তি হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করে মুসলমান হন। তার এখন বর্তমান নাম মোঃ শরিফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন,ঝালকাঠি জেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সরদার মো.শাহ আলম, সাধারণ সম্পাদক আলহাজ্ব এড.খান সাইফুল্লাহ পনির,মাইনুল হুজুর ও আল-আমিন চৌধুরি প্রমুখ। ইসলাম ধর্ম গ্রহণের পর মো.শরিফুল ইসলাম বলেন,আমার অনেক দিন থেকেই আমি হিন্দু ধর্মকে ছেড়ে দিতে মন চেয়েছে। আমার ইসলাম ধর্ম ভালো লাগে তাই আমি আল্লাহর পথে চলে এসেছি। এখন সে পাঁচওয়াক্ত নামাজ মসজিদে জামায়াতে আদায় করেন।
কিউএনবি/আয়শা/২৩শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:২৭