স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুর পৌরশহরের বিশিষ্ট হোমিও চিকিৎসক সোলায়মান মোল্যা স্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে আটটার দিকে ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহী—-রাজেউন)। তার বয়স হয়েছিল ৬৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
রোববার দুপুরে পৌরশহরের গাংড়া দক্ষিনপাড়া জামে মসজিদ মাঠে হাজারো মুসল্লিদের অংশগ্রহনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। গাংড়া গ্রামের ডা.সোলায়মান মোল্যার মৃত্যুর খবর পেয়ে থানা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, পৌর বিএনপির আহবায়ক খায়রুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ তার বাড়িতে গিয়ে আত্মার মাগফিরাত কামনা শেষে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
কিউএনবি/অনিমা/২১শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৪০