স্পোর্টস ডেস্ক : ম্যাচের ৭৬মিনিট পর্যন্ত মোহামেডানকে আটকে রাখলেও বাকি সময়ে আর পারেনি নবাগত দল স্বাধীনতা ক্রীড়া সংঘ। ৭৭মিনিটে গোল হজম করে টানা দুই ম্যাচেই পয়েন্ট অর্জনের স্বপ্ন ভঙ্গ হয়েছে চ্যাম্পিয়নশিপ লিগ থেকে উঠে আসা দলটির। বৃহস্পতিবার মুন্সিগঞ্জ স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে ১-০ গোলে হেরেছে স্বাধীনতা ক্রীড়া সংঘ। ম্যাচের একমাত্র গোলটি করেছে সোলেমান দিয়াবাতে।
এবারের লিগে প্রথম জয়ের দেখা পেল সাদা-কালোরা। শেষ ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল শন লেনের দল। এদিকে নিজেদের প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে হারিয়ে এ ম্যাচেও পয়েন্ট পাওয়ার আশায় এগোচ্ছিল স্বাধীনতা। প্রথমার্ধে মোহামেডানের একের পর এক চেষ্টা ফিরিয়ে লড়াইয়ের আভাস দেয় স্বাধীনতা। প্রথমার্ধে সুযোগ পেয়েছিল স্বাধীনতাও কিন্তু নিখুঁত ফিনিশিংয়ের অভাবে পায়নি গোলের দেখা। দ্বিতীয়ার্ধে রক্ষণভাগে মনোযোগ দিয়ে মোহামেডানের আক্রমণ রুখে দেওয়ার পরিকল্পনায় নামে নবাগতরা। কিন্তু শেষ পর্যন্ত আর আটকে রাখতে পারেনি ঐতিহ্যবাহী দলকে। পুরো ম্যাচে বেশ কয়েকবার সুযোগ নষ্ট করা দিয়াবেতেই এনে দেন মোহামেডানের জয়সূচক গোলটি। এই জয়ে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে পাঁচে উঠে আসলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে নেমে গেলো স্বাধীনতা ক্রীড়া সংঘ।
১৪ মিনিটে ভালো সুযোগ কাজে লাগতে পারেনি মোহামেডানের সোলেমান দিয়াবাতে। শাহরিয়ার ইমনের ক্রসে গোলমুখ থেকে বলে পা লাগাতে পারেননি এই মালির ফরোয়ার্ড। ২৪ মিনিটে আবারো গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেন দিয়াবাতে। রাজিব হোসেনের ফ্রি কিক আটকাতে পোস্ট ছেড়ে বেশ খানিকটা বেরিয়ে আসেন সারোয়ার, কিন্তু ফাঁকা পোস্টে লক্ষ্যভেদ করতে পারেননি দিয়াবাতে। তার হেড যায় পোস্টের বাইরে। ৩৬ মিনিটে মেসিডোনিয়ার ডিফেন্ডার ইয়াসমিন মেসিনোভিকিকে ফাঁকি দিয়ে বল বের করে জায়গা করে নিয়েছিলেন নেদো তুর্কোভিচ। পোস্টের দুই কোণে শট নিলেই পেতে পারতেন গোল কিন্তু গোলরক্ষক বরাবর দুর্বল শট নেন এই বসনিয়ান ফুটবলার।
প্রথমার্ধের শেষ দিকে আরেকটি সুযোগ নষ্ট হয় মোহামেডানের। আসিফ হকের থ্রো হেড করতে পারেননি দিয়াবাতে। বল মাটিতে পড়ে দিক বদলে চলে যায় ওবি মোনেকের পায়ে। নাইজেরিয়ার এই ফরোয়ার্ডের শটে ছিল না গতি, গোললাইনের একটু উপর থেকে ফেরান এক ডিফেন্ডার। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের খুঁজে নামে মোহামেডান কিন্তু স্বাধীনতার রক্ষণভাগে পারছিলনা চির ধরাতে। অবশেষে ৭৭মিনিটে গোল করে মোহামেডানকে স্বস্তি এনে দেন সোলেমান দিয়াবাতে।
আসিফ হকের লম্বা থ্রো বক্সের ভেতরে ইয়াসমিন মেসিনোভিক হেডে বাড়িয়ে দিলে জাফর ইকবালের পা ছুঁয়ে বল যায় দিয়াবাতের কাছে। অরক্ষিত থাকা দিয়াবাতে করেননি কোনো ভুল, প্লেসিং শটে লক্ষ্যভেদ করে আনন্দে ভাসায় সাদা-কালোদের। ৮১মিনিটে সোলেমান দিয়াবাতের বদলি হিসেবে মোহামেডানের জার্সিতে মৌসুমে প্রথমবারের মত মাঠে নামেন জাতীয় দলের সাবেক ফুটবলার মামুনুল ইসলাম। ৮৪মিনিটে দশ জনের দলে পরিণত হয় স্বাধীনতা। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার হাসান মুরাদ। এর আগে ম্যাচের ২১মিনিটে প্রথম হলুদ কার্ড দেখেন এই ডিফেন্ডার।
ম্যাচ শেষ মুহূর্তে নদিরবেক মাভলোভের দু’দফা প্রচেষ্টা ফিরিয়ে দিয়ে মোহামেডানের জয় নিশ্চিত করেন গোলরক্ষক সুজন হোসাইন। প্রথম দফায় নদিরের ফ্রিকিক লাফিয়ে উঠে কর্নারের বিনিময়ে রক্ষা করেন এবং শেষ মিনিটে তার নেওয়া দূর পাল্লার ফ্রিকিক ঝাঁপিয়ে রক্ষা করেন সুজন। দ্বিতীয় রাউন্ড শেষে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সাইফ, দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ষষ্ঠ-স্থানে বসুন্ধরা কিংস। একদিন বিরতি দিয়ে শনিবার থেকে শুরু হবে তৃতীয় রাউন্ডের ম্যাচ, টঙ্গীতে লড়বে বসুন্ধরা কিংস ও মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ এবং মুন্সিগঞ্জে মুখোমুখি হবে শেখ জামাল ও বাংলাদেশ পুলিশ।
কিউএনবি/আয়শা/১০ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৪