তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের ঝিকরগাছায় প্লাস্টিকের বস্তা ব্যবহার করার অপরাধে হাড়িয়াদেয়াড়া গ্রামে আল-আমিন অটো রাইস মিলের মালিক কুদ্দুস আলীকে ভ্রাম্যমান আদালত কর্তৃক ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঝিকরগাছা সহকারী কমিশনার (ভুমি) কাজী নাজিব হাসানের নেতৃত্বে ওই মিলে অভিযান পরিচালনা করা হয়।
এসময় প্লাস্টিকের বস্তা ব্যবহার করার অপরাধে পন্যে পাটজাত মোড়কব্যবহার বাধ্যতামুলক আইন ২০১০ এর ১৪ ধারা মোতাবেক জরিমানা করা হয়। এছাড়া মাস্ক ব্যবহার না করার অপরাধে ঝিকরগাছা বাজারে অপর একজনকে জরিমানা করা হয়েছে বলে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কাজী নাজিব হাসান জানিয়েছেন।
কিউএনবি/অনিমা/২রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:০৬