মনিরুল ইসলাম মনি,শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলার শার্শা ইউনিয়ন বিএনপি’র নেতা সবার প্রিয় সাহেব আলী আর নেই। তিনি মঙ্গলবার রাত ১১ টার সময় শার্শার পান্তাপাড়া গ্রামের নিজ বাড়িতে হৃদ যন্ত্রেরক্রিয়া বন্ধ হয়ে ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহী অইন্না ইলাইহি রাজেউন। মৃত্যু কালে তার বয়ষ হয়েছিল ৫৫ বছর। মরহুম সাহেব আলী মৃত্যু কালে স্ত্রী, ২ ছেলে , ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম সাহেব আলী শার্শার পান্তাপাড়া গ্রামের বিশিষ্ঠ সমাজ সেবক মরহুম খলিলুর রহমানের ছেলে ও শার্শা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান এর পিতা। মরহুম সাহেব আলী মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নীতি ও আদর্শে বিশ্বাসী বিএনপি’র একজন অকুতোভয় সৈনিক ছিলেন।
শার্শা উপজেলা বিএনপি’র আহবায়ক খায়রুজ্জামান মধু জানান, মরহুম সাহেব আলী ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলাম এর কাছের একজন কর্মি। জেলা ও কেন্দ্রে বিএনপি নেতাদের কাছে মরহুম সাহেব আলী ছিল একজন চেনা মুখ। শার্শা উপজেলা বিএনপি’র আহবায়ক খায়রুজ্জামান মধু আরও জানান, মরহুম সাহেব আলী’র মৃত্যুতে শার্শা উপজেলা বিএনপি গভীর ভাবে শোকাহত।মরহুম সাহেব আলী’র ছেলে শার্শা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান জানান, তার পিতা মঙ্গলবার রাত ৮১১ টার সময় শার্শার পান্তাপাড়া গ্রামের নিজ বাড়িতে তিনি হৃদ যন্ত্রেরক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
বুধবার বেলা সাড়ে ১০ টার সময় শার্শার আমড়াখালী বিজিবি মোড়ে প্রথম ও বেলা ১১টার সময় পান্তাপাড়া ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে মরহুম সাহেব আলীকে দাফন করা হয়। মরহুমের নামাজে জানাজায় শার্শা উপজেলা বিএনপি’র আহবায়ক খায়রুজ্জামান মধু, যুবদলের কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ সাধারন সম্পাদক নূরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান, মাসুদুর রহমান মিলন, শার্শা উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আশরাফুল আলম বাবু, এ্যাডঃ মোস্তফা কামাল মিন্টু, মনিরুল ইসলাম মনিসহ শার্শা উপজেলা ও বেনাপোল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল সেচ্ছাসেবকদলের বিভিন্ন নেতা কর্মি অংশ গ্রহন করেন। জানাজা নামাজ পরিচালনা করেন মাওঃ আহম্মদ আলী।
কিউএনবি/অনিমা/২রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২২