এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছার আন্দুলিয়া সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে প্রবেশ চেষ্টার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের বিরুদ্ধে চৌগাছা থানায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে।শুক্রবার ভোরে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের আন্দুলিয়া সীমান্তের বড় আন্দুলিয়া গ্রামের মাঠ থেকে তাদের আটক করেন বিজিবি সদস্যরা। আটককৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলার বাহাড়া গ্রামের নিয়ামুল মিয়া (২৯) একই জেলার কোটালীপাড়া উপজেলার পিনজুরি গ্রামের তরুণ মিস্ত্রি (২৩) ওযশোর সদর উপজেলার বাকডাঙ্গা গ্রামের চয়ন সরকার (২৫)।
চৌগাছা থানার ডিউটি অফিসার এ এস আই সুমন হোসেন জানান, অবৈধ পথে ভারতে অনুপ্রবেশের সময় বর্ডার গার্ড বাংলাদেশের আন্দুলিয়া ক্যা¤েপর সদস্যরা তিন যুবককে আটক করেন। পরে আন্দুলিয়া বিজিবি ক্যা¤েপর সুবেদার মনিরুজ্জামান বাদী হয়ে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা করে চৌগাছা থানায় সোপর্দ করেন।মামলায় উল্লেখ করা হয়েছে, বিজিবি সদস্যদের নিয়মিত টহল চলাকালে শুক্রবার ভোরে গোপনে সংবাদ পেয়ে বড় আন্দুলিয়া মাঠে অভিযান চালিয়ে ওই তিন যুবককে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বাংলাদেশের নাগরিক।
তারা অবৈধভাবে বিনা পাসপোর্টে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। মামলায় বলা হয়, আটককৃতরা ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট আদেশ ১১ (ক) ধারায় অপরাধ করেছেন।এ ব্যাপারে চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, তাদের বিরুদ্ধে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। সে মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।
কিউএনবি/অনিমা/২৮শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৯