এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার করোনা শনাক্ত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার গৃহপরিচালিকার করোনা শনাক্ত হন। এ বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার। জ্বর, ঠান্ডা ও কাশি থাকায় সোমবার তিনি একটি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তার ব্যক্তিগত ফেসবুকে এ বিষয়ে একটি স্ট্যাটাস দেন। পরে মোবাইলে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, জ্বর কাশি ও শরীরে প্রচন্ডব্যথা রয়েছে। চিকিৎসকের পরামর্শে উপজেলা পরিষদের সরকারি বাসভবনে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
কিউএনবি/অনিমা/২৫শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ /সন্ধ্যা ৬:১৯