ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণের শেষ সময়ে নারী ভোটার বেড়েছে। অনেক কেন্দ্রে নারী ভোটাররা এসে ভোট প্রদানে তাড়াহুড়া করতে দেখা গেছে। ১২নং ওয়ার্ডে বার একাডেমি কেন্দ্রে ভোট দিতে এসে গৃহিণী শিউলি আক্তার বলেন, সাংসারিক কাজ শেষে দুপুরের খাওয়া দাওয়া করে ভোট দিতে এসেছি। জানি এ সময় ভিড় থাকবে না। এজন্য শেষ সময়ে এসে দ্রুত ভোট দিয়েছি।
বার একাডেমি স্কুল কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোস্তাফিজুর রহমান জানান, শেষ সময়ে নারী ভোটারের সংখ্যা কিছুটা বেড়েছে। ৪টার সময় ভোট গ্রহণ বন্ধ করা হবে। এর পর গণনা শেষে এখানে ফলাফল প্রকাশ করা হবে এবং রিটার্নিং অফিসারকে জানিয়ে দেয়া হবে। তিনি আরও বলেন, এ কেন্দ্রে ৫০% ভোট পড়েছে। এখানে মোট ভোটার ৫ হাজার ৯৯৯। এর মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৮২২ ও মহিলা ৩ হাজার ১৭৭ জন।
কিউএনবি/আয়শা/১৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৮