মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলার অন্যন্না শিল্পী গোষ্ঠির ক্লাবের ৮০ হাজার টাকার মালামাল চুরি, থানায় অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেনা অভিযোগকারী। ফুলবাড়ী উপজেলার উত্তর সুজাপুর গ্রামের মৃত মনির উদ্দীন সরকারের পুত্র মোঃ আনিছুর রহমান এর গত ০২/১২/২০২১ ইং তারিখে ফুলবাড়ী থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, ফুলবাড়ী পৌরসভা এলাকার বাসস্ট্যান্ডে আনিছুর রহমানের অনন্যা শিল্পী গোষ্ঠীর ক্লাব ছিল। সেই ক্লাবের পার্শ্বের বিল্ডিং নির্মাণ করায় তার ক্লাবটি ভেঙ্গে যায়। এলাকার পাহারদার জানান উক্ত সুজাপুর গ্রামের মোঃ হানিফ আলীর পুত্র মোঃ শরিয়ত আলী (২৭) ক্লাবের মিক্সার মেশিন ১টি, ইকো ১টি, সাউন্ড সিস্টেম মেশিন ১টি, সাউন্ড স্পিকার ৩টি ও অন্যান্য ক্লাবে থাকা জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।
যার আনুমানিক মূল্য প্রায় ৮০ হাজার টাকা। থানায় অভিযোগ দেওয়ার পর এএসআই আলাল ঘটনা তদন্ত করে এবং মালামাল জব্দ করেন। এ সময় পৌর কাউন্সিলর হারান দত্ত উপস্থিত ছিলেন। উদ্ধারকৃত মালামাল তার নিকট জমা রাখেন। ফুলবাড়ী থানায় অভিযোগ দেওয়ার পর মোঃ শরিয়ত আলী গানের শিল্পী মোঃ আনিছুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন জায়াগায় মিথ্যা অভিযোগ করেন। গত ২৪/১২/২০২১ ইং তারিখে থানায় তার বিরুদ্ধে অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে আনিছুর রহমান তার সুজাপুরের বাসায় না থাকায় এই সুযোগ গ্রহণ করে ঐ দিন দুপুর ১২টায় বাড়িতে এসে তার স্ত্রী মেয়ে সহ পরিবারের লোকজনের উপর চড়াও হয় এবং চিৎকার করে বলে তোকে খুন করব বাহির হ, তার শালিকা মিমি বেগমকে মারপিট করে। এই ঘটনায় ৬জনকে বিবাদী করে ২৪/১২/২০২১ ইং তারিখে ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগের প্রেক্ষিতে থানার এসআই দেবিকান্ত ও এসআই মোঃ মোজাফ্ফর ঘটনা স্থানে এসে ভাংচুরের ছবি তোলেন ও তদন্ত করে আসামি গণের বিরুদ্ধে এলাকাবাসীর সাক্ষী গ্রহণ করেন। থানায় অভিযোগ করার পর ফুলবাড়ী পৌরসভা এলাকার চিহ্নিত চোর মোঃ শরিয়ত আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়ায় মোঃ শরিয়ত আলী আরও মারমুখি হনও বিভিন্ন জায়গায় চুরি করা তার বন্ধ হয়নি। মোঃ আনিছুর রহমান থানায় অভিযোগ করলে চোর মোঃ শরিয়ত আলী মামলা তুলে নিতে বলেন, অবশেষে আনিছুর রহমান থানায় ন্যায় বিচার না পাওয়ায় জেলা দিনাজপুর এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সি,আর,পি,সি আদালত (ঘ) অঞ্চল ফুলবাড়ী তে ৭ জনকে আসামী করে ০৩/০১/২০২২ ইং তারিখে একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং-১/২২। এ বিষয়ে ফুলবাড়ী থানার এসআই মোঃ সাইদুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, সব বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে মোঃ আনিছুর রহমান ন্যায় বিচারে আশায় প্রশাসনের আসুহস্তক্ষেপ কামনা করেছেন।
কিউএনবি/আয়শা/১৩ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৩