স্পোর্টস ডেস্ক : ব্যাটে ছিল না রান। যে কারণে দল থেকে বাদ পড়তে হলো তাকে। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে ফরম্যাট ইন্ডিপেন্ডেনস কাপের শেষ ম্যাচে একাদশে ঠাঁই হলো না মোহম্মদ আশরাফুলের।
ইস্ট জোনের হয়ে প্রথম দুই ম্যাচে ৫ বলে ০ ও ৫৭ বলে ১৫ রান করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। ব্যাটিংয়ে এমন হতশ্রী পারফরম্যান্সের জন্য আশরাফুলকে বাদ দিয়ে একাদশে নেওয়া হয়েছে অভিজ্ঞ ব্যাটার নাদীফ চৌধুরীকে। এছাড়া উইকেটকিপার-ব্যাটার ইরফান শুক্কুরের বদলে একাদশে সুযোগ পেয়েছেন প্রীতম কুমার।
কিউএনবি/অনিমা/১৩ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৯