ডেস্ক নিউজ : এ পৃথিবীর যা কিছু সৃষ্টি, তা মানুষের কল্যাণের জন্যই আল্লাহ সৃষ্টি করেছেন। যেহেতু তিনি মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জীব হিসেবে। আল্লাহ বলেন, ‘তিনিই সেই মহান সত্তা, যিনি এ পৃথিবীর সবকিছু তোমাদের জন্য তৈরি করেছেন’ (সুরা বাকারা, আয়াত ২৯)। মুমিনগণই সব সময় আল্লাহর নিয়ামতের শুকরিয়া করে থাকে। আমাদের জীবনের প্রতিটি পরতে পরতে বেষ্টন করে রয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত নিয়ামত।
কিন্তু দুঃখের বিষয় আমরা কম লোকই সেই নিয়ামতগুলো উপলব্ধি করে তাঁর শুকরিয়া আদায় করি। আমরা যদি একটু চিন্তা করে দেখি তাহলে বুঝতে পারব আমরা আল্লাহর দেওয়া কত নিয়ামতের মধ্যে ডুবে আছি। এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা। আজ আমি, আপনি সুস্থ জীবনযাপন করছি। চারদিক ঘুরে বেড়াচ্ছি। কাজকর্ম করছি। অথচ আমার-আপনার বয়সি কত লোকজন অসুস্থ হয়ে হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে। বিনা চিকিৎসা এবং অর্থের অভাবে মৃত্যুবরণ করছে।
যাদের পিতা-মাতা ঘরে জীবিত আছেন তাও অনেক বড় নিয়ামত। তাদের সেবা করার মতো বড় সওয়াবের কাজ আর কিছুই হতে পারে না। খেয়াল রাখতে হবে, আপনার-আমার মতো কত লোক এ দুনিয়ার বুকে সেজদা দিতে অক্ষম অথচ আপনি-আমি নামাজ আদায় করতে পারছি। মসজিদে গিয়ে জামাতে শরিক হতে পারছি। এটা যে কত বড় নিয়ামত তা কি আমরা কখনো ভেবে দেখেছি? এই যে আমরা তিন বেলা ভালো খাবার খেতে পারছি এটাও অনেক বড় নিয়ামত অথচ কতজন এক মুঠো খাবারের জন্য দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে। কেউবা রোগেশোকে বিছানায় কাতরাচ্ছে। আমি-আপনি কত সুন্দর করে কথা বলতে পারছি, এ পৃথিবীর রূপ, রস, গন্ধ উপভোগ করছি অথচ অনেকে অন্ধ, বোবা হয়ে এ পৃথিবীতে বেঁচে আছেন। একটু কি আমরা চিন্তা করে দেখব না? মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব না?
আল্লাহ আরও বলেন, ‘তোমাদের শাস্তি দিয়ে আল্লাহতায়ালা কি করবেন? যদি তোমরা তাঁর কৃতজ্ঞতা আদায় করো এবং তাঁর ওপর ইমান আন’ (সুরা নিসা, আয়াত ১৪৭)। ‘অতএব তোমরা অনুগ্রহের জন্য আমাকে স্মরণ কর, আমিও তোমাদের স্মরণ করব। তোমরা আমার কৃতজ্ঞতা আদায় কর এবং কখনো আমার অকৃতজ্ঞ হইও না’ (সুরা বাকারা, আয়াত ১৫২)।
আমাদের মনে রাখতে হবে, আমরা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি আল্লাহ আমাদের রিজিক বাড়িয়ে দেবেন। আমাদের কখনো কঠিন শাস্তি দেবেন না। আল্লাহ বলেন, ‘আমি লোকমানকে জ্ঞানদান করেছি এবং তাকে বলেছি তুমি আল্লাহতায়ালার নিয়ামতের শুকরিয়া আদায় করো, কেননা যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে, সে তা করে নিজের ভালোর জন্যই আর যদি কেউ আল্লাহর অকৃতজ্ঞ হয়, সে যেন জেনে রাখে আল্লাহতায়ালা নিঃসন্দেহে কারোই মুখাপেক্ষী নন, তিনি সব প্রশংসার অধিকারী’ (সুরা লোকমান, আয়াত ১২)।
লেখক : ইসলামিক গবেষক
কিউএনবি/অনিমা/১১ জানুয়ারি ২০২৬,/সকাল ৭:১৮