ধর্ম ডেস্ক : হজরত আইয়ুব (আ.) ছিলেন সম্ভ্রান্ত ও সম্পদশালী ব্যক্তিদের একজন ছিলেন। ধনাঢ্য নবী আইয়ুব (আ.)-এর অনেক সন্তানসন্ততি ছিল। মহান আল্লাহ যুগে যুগে নবী ও রসুলদের পরীক্ষা করেন। তেমনই পরীক্ষা ছিল তার সন্তানসন্ততি, ধন-সম্পদ ছিনিয়ে নেয়া। তিনি এক ধরনের শারীরিক রোগে আক্রান্ত হন।
অতঃপর আমি তার (সেই) আহ্বানে সাড়া দিলাম এবং তার দুঃখ-কষ্ট দূর করে দিলাম এবং তার পরিবরাবর্গ ফিরিয়ে দিলাম, আর তাদের সঙ্গে তাদের সমপরিমাণ আরও দিলাম আমার পক্ষ থেকে কৃপাবশত : আর এটা ইবাদতকারীদের জন্যে উপদেশস্বরূপ। (সুরা আম্বিয়া: ৮৪)
কিউএনবি/আয়শা/৮ জানুয়ারী ২০২৬,/বিকাল ৩:০৫