সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন দুর্নীতি ও অনিয়ম হওয়ায় পরীক্ষা বাতিল সহ ৫ দফা দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনের সড়কে চাকরি প্রত্যাশী পরীক্ষাবৃন্দের ব্যানারে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এসময় চাকরি প্রত্যাশী পরীক্ষার্থী তুষার আহমেদ এর নেতৃত্বে পরীক্ষার্থী আফরোজা খাতুন, দোলেনা খানম ও শম্পা রানী সহ অন্যরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন- গত ৯ জানুয়ারি সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। যেখানে প্রশ্নপত্র ফাঁস সহ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করা হয়েছে। এতে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছে। ৫ দফা দাবী সমূহ হলো- পরীক্ষা বাতিল করে দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা নিতে হবে।
সকল চাকরি পরীক্ষা ঢাকায় নিতে হবে এবং প্রতিটি কেন্দ্রে ডিভাইস চেকার ও নেটওয়ার্ক জ্যামার রাখতে হবে। একটি স্বতন্ত্র কমিটি গঠন, তার আওতায় সকল পরীক্ষা নেওয়া সহ একই দিনে একই সময়ে একাধিক পরীক্ষা নেওয়া যাবে না। সকল প্রতিষ্ঠানে বিগত সালে পরীক্ষার প্রশ্ন ফাঁসের রেকর্ড আছে তাদেরকে কোনো ভাবেই প্রশ্ন প্রনয়ন করার দায়িত্ব দেওয়া যাবে না।
যদি কোনো কারনে প্রশ্ন ফাঁস হওয়ার তথ্য প্রমাণিত হয় তাহলে এর সাথে জড়িত সকলকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। এর আগে শহরের দয়ালের মোড় থেকে চাকরি প্রত্যাশী পরীক্ষার্থীরা একটি বিক্ষোভ নিয়ে মুক্তির মোড়ে আসে।
কিউএনবি/আয়শা/১১ জানুয়ারী ২০২৬,/বিকাল ৩:০৮