স্পোর্টস ডেস্ক : মনে হচ্ছিল ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরিটা বুঝি আদায় করেই ছাড়বেন তাওহীদ হৃদয়। তবে শেষমেশ তিনি তা পারেননি। রংপুর রাইডার্সের হয়ে ওপেন করতে নেমেছিলেন, ২০ ওভার টিকলেও সেঞ্চুরিটা আদায় করতে পারেননি। অপরাজিত রয়ে গেছেন ৯৭ রানে। তার এই ইনিংসে ভর করে রংপুর আজ রাজশাহীর বিপক্ষে পেয়ে গেছে ১৭৮ রানের পুঁজি।
ইনিংসের শেষ ওভারে বোলিংয়ে ছিলেন জিমি নিশাম। তখন হৃদয়ের রান ছিল ৯২। প্রথম বলে তিনি মারেন চার। স্কোর দাঁড়ায় ৯৬। দ্বিতীয় বলে নেন এক রান। তৃতীয় বলে স্ট্রাইকে এসে খুশদিল শাহ মারেন চার। চতুর্থ বলে খুশদিল আউট হন। নতুন ব্যাটসম্যান নুরুল হাসান পঞ্চম বলে সিঙ্গেল নিলে স্ট্রাইকে ফেরেন হৃদয়। শেষ বলটি ছিল ওয়াইড ইয়র্কার। হৃদয় বল ঠিকভাবে খেলতে পারেননি। বল ফিরে যায় নিশামের হাতেই। রান হয়নি। সেঞ্চুরিও আর আসেনি।
এর আগে ১৯তম ওভারে রিপন মণ্ডলের বলে ঝড় তোলে রংপুর। ওই ওভারে আসে ২৮ রান। চারটি ছক্কা হয়। খুশদিল শাহ ও তাওহিদ হৃদয় দুজনই মারেন বড় শট। তখনই ম্যাচের গতি ঘুরে যায়।
ওপেনিংয়ে নেমে শুরু থেকেই ব্যস্ত ছিলেন হৃদয়। পাওয়ার প্লেতে তিনি করেন ২০ বলে ৩৬ রান। ফিফটি আসে ৩৯ বলে। এটি এবারের বিপিএলের দ্বিতীয় ফিফটি। ফিফটির পর আরও আগ্রাসী হন তিনি। শেষ পর্যন্ত ৫৬ বলে ৯৭ রান করে অপরাজিত থাকেন।
লিটন দাস আবারও ব্যর্থ হন। তিনি ১১ রান করে আউট হন। ইফতিখার আহমেদও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৫ বলে ৮ রান করে ফেরেন তিনি। মাঝের ওভারগুলোতে রান কিছুটা ধীর হলেও শেষ দিকে হৃদয় আর খুশদিলের ঝড়েই রংপুর বড় স্কোর গড়ে।
কিউএনবি/মহন/১১ জানুয়ারি ২০২৬,/বিকাল ৩:১৯