স্পোর্টস ডেস্ক : গত বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ দ্বিতীয় চিঠি পাঠিয়েছে আইসিসিকে। কেন ভারতে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ খেলতে যাওয়া নিয়ে নিরাপত্তা শঙ্কা আছে, সেটা পরিষ্কারভাবে জানিয়েছে বোর্ড। আগামী টি–টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচ ভারতের মাটিতে হওয়ার কথা। কিন্তু বোর্ডের নতুন দাবিতে যোগ হয়েছে আরও একটি বিষয় জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
সে প্রতিবেদনে বলা হয়েছে, বিসিবি চাইছে, ভারতে গেলে দলের প্রতিটি সদস্যের জন্য আলাদা নিরাপত্তা নিশ্চয়তা। এতে খেলোয়াড় ছাড়াও কোচ, সাপোর্ট স্টাফ এবং কর্মকর্তারা থাকবেন। বিসিবি তাদের সাম্প্রতিক চিঠিতে ভারত থেকে পাওয়া হুমকির কিছু ভিডিও ফুটেজ এবং বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের লিংকও আইসিসিকে দিয়েছে।
আইসিসি ইতিমধ্যে তাদের নিরাপত্তা পরিকল্পনার কথা জানিয়েছে। পাশাপাশি কিছু বিকল্প ব্যবস্থার কথাও বলা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত বিসিবির হাতেই রাখা হয়েছে। একই সঙ্গে আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, সূচি ও ভেন্যু পরিবর্তন করা সহজ নয়। সম্প্রচারক ও আয়োজকদের প্রস্তুতি অনেক দূর এগিয়ে গেছে।
কিউএনবি/মহন/১১ জানুয়ারি ২০২৬,/বিকাল ৩:০৮