স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সাবেক অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের ব্যক্তিগত জীবন ঘিরে তৈরি হওয়া গুঞ্জন এখন প্রকাশ্য বিরোধে রূপ নিয়েছে। স্ত্রী সানিয়া আশফাকের সঙ্গে বিচ্ছেদের বিষয়টি সামনে আসার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একাধিক পোস্টে সানিয়া আশফাক ইমাদ ওয়াসিমের বিরুদ্ধে পরকীয়া, অবহেলা ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলেছেন। পাশাপাশি তিনি দাবি করেছেন, এসব বিষয়ে মুখ খুললে তাকে হুমকি দেওয়া হচ্ছে।
২০১৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির তিন সন্তান রয়েছে। সম্প্রতি উভয় পক্ষই স্বীকার করে নেয় যে তাদের দাম্পত্য সম্পর্ক ভেঙে পড়েছে। তবে বিচ্ছেদের ঘোষণার পরপরই বিষয়টি গুঞ্জনের গণ্ডি পেরিয়ে প্রকাশ্য অভিযোগ ও পাল্টা অবস্থানে গড়ায়।
ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন পোস্টে সানিয়া জানান, তার সংসার ভেঙে গেছে এবং সন্তানরা বাবার ভালোবাসা ও উপস্থিতি থেকে বঞ্চিত হচ্ছে। তিনি আরও দাবি করেন, তাদের পাঁচ মাস বয়সী সন্তানকেও এখনো কোলে নেননি ইমাদ ওয়াসিম।
সানিয়ার ভাষ্য অনুযায়ী, স্ত্রী ও মা হিসেবে তিনি একাধিকবার সংসার রক্ষার চেষ্টা করেছেন। তবে তার অভিযোগ, তৃতীয় একজনের আগমনের পর পরিস্থিতি আরও জটিল ও মানসিকভাবে ক্ষতিকর হয়ে ওঠে। সন্তানদের ভবিষ্যৎ ও পারিবারিক সম্মানের কথা ভেবে দীর্ঘদিন নীরব ছিলেন বলেও জানান তিনি।
তবে আর চুপ থাকবেন না বলে জানিয়ে সানিয়া বলেন, তার কাছে নথিভিত্তিক প্রমাণ রয়েছে এবং তিনি আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। একই সঙ্গে অভিযোগ করেন, এসব প্রমাণ প্রকাশের চেষ্টা করলে তাকে ভয়ভীতি দেখানো হচ্ছে।
এরই মধ্যে লন্ডনে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ইমাদ ওয়াসিমের সঙ্গে ইনফ্লুয়েন্সার নায়লা রাজার সম্পর্কের গুঞ্জন ওঠে। তবে নায়লা রাজা এসব অভিযোগ অস্বীকার করে সেগুলোকে ভিত্তিহীন ও ক্ষতিকর বলে দাবি করেছেন।
এ বিষয়ে ইমাদ ওয়াসিম নির্দিষ্ট অভিযোগ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি। তিনি শুধু জানিয়েছেন, বিষয়টি বর্তমানে আইনি প্রক্রিয়ার আওতায় রয়েছে এবং ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
কিউএনবি /অনিমা/২৯ ডিসেম্বর ২০২৫ /দুপুর ২:২৮